তৃণমূলের নবজোয়ারের পাল্টা বিজেপির ‘পঞ্চায়েত পদযাত্রা’! ২১ দিনের পদযাত্রার নেতৃত্বে বিজেপির যুব মোর্চা!

তৃণমূলের নবজোয়ারের পাল্টা বিজেপির ‘পঞ্চায়েত পদযাত্রা’! ২১ দিনের পদযাত্রার নেতৃত্বে বিজেপির যুব মোর্চা!

bjp

পঞ্চায়েত নির্বাচনের আগে যখন ময়দানে তৃণমূল, যখন এগিয়ে চলছে অভিষেকের নবজোয়ার, তখন পিছিয়ে রইল না বিজেপি। এগরা কাণ্ডের পর পরই বিজেপি সূত্রে বড় ঘোষণা। এবার অভিষেকের নবজোয়ারের পাল্টা পদযাত্রায় বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে হবে বলে যাত্রার নাম- যুব পঞ্চায়েত পদযাত্রা। অভিষেকের পদযাত্রা শেষ হওয়ার পরই শুরু হবে এই পদযাত্রা বলে বিজেপি সূত্রের খবর। তাই দিন-ক্ষন-তারিখ না জানা গেলেও গেরুয়া শিবিরের সিদ্ধান্ত-

•    ২১ দিনের কর্মসূচি
•    ২০০ টি বিধানসভা এলাকা জুড়ে পদযাত্রা
•    পদযাত্রার নেতৃত্বে যুব মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ
•    পদযাত্রায় থাকবে সুকান্ত, শুভেন্দু
•    পদযাত্রার শুরুর দিন ঠিক না হলে, শেষ হবে জুনের মাঝামাঝি সময়
•    মোট পাঁচ হাজার কিলোমিটারের পদযাত্রা    
•    ‘হাট সভা’- ‘পঞ্চায়েত সভা’-র দিকে নজর 

বিজেপির লক্ষ্য গ্রামে গ্রামে প্রচার করে পোস্টারে জোর দেওয়া। ৪২ গ্রামে ৪২ টি কমিটির লক্ষ্যে বিজেপি। তাহলে কি এই কর্মসূচি তৃণমূলের অনুকরণে? বিজেপি সাফ জানাচ্ছে, দুর্নীতিবিধ্বস্ত তৃণমূল জেলায় জেলায় নিজেদের জনপ্রিয়তা বুঝতেই এই নবজোয়ারের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে গ্রামে গ্রামে প্রচার অনেকবার চালিয়েছে বিজেপি। বরং, বিজেপির দাবি গেরুয়া শিবিরের অনুকরণ করেছে তৃণমূল কংগ্রেস। নজর কাড়ার মতো বিষয় হল, এগরায় বাজি কারখানা বিস্ফোরণের ঘটনা সামনে আসার পরই বিজেপি শিবিরে পদযাত্রা নিয়ে তোরজোর। এই পদযাত্রা যে পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখে রেখেই করা তাও স্পষ্ট পদযাত্রার নামকরণে। যুব পঞ্চায়েত পদযাত্রা- যা সংগঠিত হবে বিজেপির যুব মোর্চার দ্বারাই। এদিকে অভিষেকের পদযাত্রা উত্তরবঙ্গ শেষ করে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। দক্ষিণ চোব্বিশ পরগণা প্রবেশ করেই পদযাত্রায় ইতি টানার কথা অভিষেকের। এরই মধ্যে বিজেপির পদযাত্রা ঘোষণায় নতুন করে উস্কে দিল পঞ্চায়েত ভোটের আগে ময়দানের লড়াই। বিষয়টা অনেকটাই রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার শেষ করার সময় নরেন্দ্র মোদীর পদযাত্রা ঘোষণা করার মতোই হলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও, রাহুলের ভারত জোড়ো যাত্রা  ভালোরকম সাড়া ফেলেছে বলেই মনে করা হচ্ছে। অভিষেকের নবজোয়ার বাংলায় তৃণমূলের ভোটব্যাঙ্কে কতটা জোয়ার আনতে পারবে সেই নিয়ে যখন জল্পনা, তখনই বিজেপির পদযাত্রা ঘোষণা জল্পনার অঙ্ককে জটিল করল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *