‘গুন্ডামি করবেন না আন্টি’, সকাল-সকাল ভোট দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

‘গুন্ডামি করবেন না আন্টি’, সকাল-সকাল ভোট দিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

 

নন্দীগ্রাম: বৃহস্পতিবার দ্বিতীয় দফার ভোট গ্রহণে রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। মুখোমুখি দুই প্রাক্তন সহকারী। একই সঙ্গে মুখোমুখি তৃণমূল ও বিজেপি। এদিন সকাল সকাল গেরুয়াবেশে ভোট দিতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভোট দিয়ে বেরিয়ে মমতাকে তিনি শান্ত থাকার উপদেশ দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করলেন ‘আন্টি’ বলে।

বৃহস্পতিবার সাতসকালে ভোটদান সারলেন প্রাক্তন তৃণমূল মন্ত্রী তথা বর্তমান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কপালে গেরুয়া টিকা, গলায় গেরুয়া উত্তরীয়। ভোট দিয়ে বেরিয়ে একগুচ্ছ সংবাদমাধ্যমের সামনে তিনি বললেন, ‘‘গুন্ডামি করবেন না। আপনি এখন ৬৬ বছরের আন্টি৷ একটু শান্ত থাকুন, একটু সংযত থাকুন৷ তোষণের রাজনীতির পরাজয় হবে, উন্নয়ন জিতবে৷’’

সকাল সকাল ভোট দিয়ে বেরিয়েই যথেষ্ট আত্মবিশ্বাসী শুভেন্দু। বললেন, ‘‘৮০টির বেশি বুথে এজেন্টই দিতে পারেনি তৃণমূল।’’ এদিন ভোট দিয়ে তিনি বাড়ি যান৷ বাড়িতে বেশ কিছুক্ষণের জন্য বিশ্রাম নিয়ে তিনি তাঁর কেন্দ্রে বের হবেন৷ সারাদিন ধরে গোটা কেন্দ্র ঘুরে দেখবেন ও বিভিন্ন বুথে বুথে যাবেন৷ তবে সব বুথে তিনি যেতে পারবেন না৷ সাধারণ মানুষের উদ্দেশ্যে তার আর্জি, ‘‘খাবার পরে খান, আগে ভোট দিন।’’ অন্যদিকে, রেয়াপাড়ায় ভাড়া বাড়ি থেকে আর কিছুক্ষণ পর বুথে বুথে যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + four =