‘বিজেপির দরজা খোলা’, রাজীব-প্রসূনকে প্রস্তাব দিলীপের

‘বিজেপির দরজা খোলা’, রাজীব-প্রসূনকে প্রস্তাব দিলীপের

কলকাতা: ‘‘মানুষের জন্য কাজ করতে হলে, দল ছেড়ে বেরিয়ে আসুন’’, এমনটাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার সাংবাদিক সম্মেলনে হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ‘বেসুরো’ মন্তব্যের প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘তিনি কোথায় যাবেন জানি না, তবে বিজেপির দরজা খোলা রয়েছে৷’’ উল্লেখ্য, শুক্রবার রাতে দলের বিরুদ্ধে নানান বিষয়ে অভিযোগ তোলেন প্রসূন। একই সঙ্গে রাজীব-প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷

রাজীব বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভে ক্ষোভ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‘সমস্যা সব জায়গাতেই আছে। ফেসবুক লাইভে এলে সমাধান হয় না। মাটিতে নেমে সমাধানের পথ খুঁজতে হয়৷’’ এক্ষেত্রে তৃণমূলের দলে ভাঙনে দিলীপ ঘোষকে কিছুটা স্বকীয় মেজাজে দেখা যায়৷ তিনি বলেন, ‘‘অনেকেই এসেছেন, আবার অনেকের টিকিট কাটা আছে, শুধু টিকিট কনফার্ম হয়নি।’’ এক্ষেত্রে আরও অনেকের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের ব্যাপারে দিলীপ ঘোষ যথেষ্ট আত্মবিশ্বাস দেখালেন সাংবাদিক বৈঠকে৷ 

করোনা ভ্যাকসিন নেওয়ার তালিকায় তৃণমূল নেতা ও বিধায়কের নাম থাকার বিষয়ে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে জবাবে তিনি৷ বলেন, ‘‘রাজ্যে সবকিছুতেই দুর্নীতি রয়েছে, এখানেও হবে, তবে তা রুখতে হবে।’’ এছাড়াও রাজ্য সরকারের টিকা কম আসার অভিযোগের উত্তরে বলেন, ‘‘যদি তৃণমূল নেতা মন্ত্রীরাই লাইনে দাঁড়িয়ে পড়েন তাহলে তো কম পড়বেই।’’ মোটের উপর রাজ্যের শাসক দলের ভাঙ্গনে যথেষ্ট আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও এদিন তিনি বিভিন্ন দুর্নীতির বিষয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেন৷ আগামীতে মানুষের কাজ করার জন্য বিজেপি ক্ষমতায় আসছে বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *