কলকাতা: গতকালই ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। ঢালাও প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে ইস্তেহারে তাক লাগিয়ে দিয়েছে গেরুয়া শিবির। কিন্তু প্রার্থী নিয়ে বিক্ষোভের কাঁটা এখনও সরেনি। ভোটের মুখে দলীয় কর্মীদের একের পর এক বিক্ষোভের মুখে রীতিমতো অস্বস্তিতে পড়েছে গেরুয়া দল। আর এই বিক্ষোভের ধারা ইস্তেহারের পরেই রয়েছে অব্যাহত।
কলকাতা বন্দর কেন্দ্রে বিজেপি প্রার্থী বদলের দাবিতে জোরালো প্রতিবাদে সামিল হয়েছে দলের কর্মী সমর্থকরা, এদিন এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ওই কেন্দ্র থেকে এবারের ভোটের টিকিট দেওয়া হয়েছে আবাদ কিশোর গুপ্তকে। কিন্তু ঘোষিত প্রার্থী মোটেই পছন্দ হয়নি কলকাতা বন্দর এলাকার বিজেপি কর্মীদের। আর তাই এদিন কলকাতার হেস্টিংসে বিজেপির সদর কার্যালয়ের সামনে তাঁরা বিক্ষোভে সামিল হয়েছেন। উঠেছে প্রার্থী বিরোধী স্লোগানও। অবিলম্বে আবাদ কিশোর গুপ্তকে বাতিল করে অন্য প্রার্থী দেওয়ার দাবিতে কার্যত অনড় এই গেরুয়া সমর্থকরা। তাঁরা জানিয়েছেন, যতক্ষণ না নিজেদের মনের মতো প্রার্থী কলকাতা বন্দর থেকে ঘোষণা করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবস্থান বিক্ষোভ তাঁরা চালিয়ে যাবেন।
এদিকে বীরভূমের মুরারইতে প্রার্থী বদলের দাবিতে পরপর দুদিন বিক্ষোভ জারি রেখেছেন দলীয় কর্মীরা। এদিনও টায়ার জ্বালিয়ে পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ সমর্থকগণ। সেখানে এবার গেরুয়া শিবিরের তরফে ভোটের টিকিট দেওয়া হয়েছে দেবাশিস রায়কে। কিন্তু এই প্রার্থীও মানতে নারাজ স্থানীয় নেতৃত্ব। প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই শুরু হয়ে গেছে বিক্ষোভের আবহ। মূলত বিজেপি যুব মোর্চার নেতৃত্বেই এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানা গেছে।
উল্লেখ্য, দলের তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের এই বিক্ষোভকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। গত দিনই এ নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেছিলেন অমিত শাহ। জানিয়েছিলেন দলের নির্ধারিত প্রার্থী বিক্ষোভ দেখিয়ে বদল করা যাবে না।