শোভনদা যে কাজ করতে চাইবেন, বিজেপি তাই করতে দেবে: দিলীপ ঘোষ

বছর ঘুরেছে, তবুও দলে সক্রিয়তা পাননি তিনি। অবশেষে যে পদ পেলেন কিন্তু তাতে খুশি হতে পারলেন না কলকাতার প্রাক্তন মেয়র। বর্তমানে তিনি দল পাল্টে বিজেপির রাজ্য কার্যকারিনীর সদস্য। কিন্তু এই পদ পেয়ে বেজায় চটে আছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর কথায়, দল তাঁকে সরাসরি এ ব্যাপারে কিছু জানায়নি, খবর পেয়েছেন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে।

 

কলকাতা: বছর ঘুরেছে, তবুও দলে সক্রিয় পতে পারেননি তিনি। অবশেষে যে পদ পেলেন কিন্তু তাতে খুশি হতে পারলেন না কলকাতার প্রাক্তন মেয়র। বর্তমানে তিনি দল পাল্টে বিজেপির রাজ্য কার্যকারিনীর সদস্য। কিন্তু এই পদ পেয়ে বেজায় চটে আছেন শোভন চট্টোপাধ্যায়। তাঁর কথায়, দল তাঁকে সরাসরি এ ব্যাপারে কিছু জানায়নি, খবর পেয়েছেন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে। তার মধ্যে দিলীপ ঘোষ বললেন, ‘শোভনা দা যে কাজ করতে চান তাঁকে সেই কাজই করতে দেবে দল।’ এই মন্তব্যকে বেশ গুরুত্বতার সঙ্গে বিচার করছে রাজনৈতিক মহলের একাংশ।

মঙ্গলবার বিজেপির তরফে প্রকাশ করা হয়েছে রাজ্য কার্যকারিনীর সদস্যদের তালিকা। তাতে স্থায়ী আমন্ত্রিত সদস্যের পদে স্থান দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়'কে। বিজেপি নেতা সায়ন্তন বসু'র কথায়, 'দলের সমস্ত বিধায়কই কার্যকারিনীতে জায়গা পেয়েছেন। শোভন বাবুও একজন বিধায়ক। তাই তাঁকেও সেখানে জায়গা দেওয়া হয়েছে।'

এরপরই বুধবার এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘শোভনদা কাজের মানুষ, তাই তিনি কাজের মধ্যেই থাকুন। ওঁর অভিজ্ঞতা দল কাজে লাগাতে চায়। তাতে দলেরই লাভ হবে। সেই কারণেই আমরা ওঁকে দলের কার্যকারিণীর সদস্য করেছি। শোভনদা যে কাজ করতে চাইবেন, দলের তরফে সেই কাজই করতে দেওয়া হবে।’

প্রসঙ্গত, আগের বছর ১৪ আগস্ট বিজেপিতে যোগদান করেন শোভন চট্টোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিতে যোগ দেন তাঁর বান্ধবী বৈশাখি বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিজেপিতে যোগদানের পর ভাল নেই বিজেপি বা শোভন কেউই। বারবার তাঁর তৃণমূলে ফেরার খবর ছড়িয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, বান্ধবী বৈশাখি'র রাজনৈতিক জীবন সুরক্ষিত করতেই বিজেপিতে সক্রিয় হতে চান শোভন বাবু। স্বাভাবিকভাবেই এটা মানতে রাজি নয় বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে সাফ জানানো হয়েছে যে দল বৈশাখিকে নয়, শোভনকে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + five =