‘নেপাল-শ্রীলঙ্কায় সরকার গঠনের পরিকল্পনা অমিত শাহের’, ফের বেপরোয়া বিপ্লব!

‘নেপাল-শ্রীলঙ্কায় সরকার গঠনের পরিকল্পনা অমিত শাহের’, ফের বেপরোয়া বিপ্লব!

085fe41d3a0c5849d52b8303514c41a8

আগরতলা: তিনি খুঁজে পেয়িলেন মহাভারতের আমলের ৩০০ টিবির পেন ড্রাইভ৷ তিনি আবিষ্কার করেছিলেন হাঁস ভাসালে জলের অক্সিজেন মাত্রা বাড়ে৷ এবার ফাঁস করলেন নেপাল ও শ্রীলঙ্কায় সরকার গঠনের বিষয়ে অমিত শাহের  পরিকল্পনা! না, চমকে যাবেন না৷ নেপাল-শ্রীলঙ্কায় বিজেপির সরকার গঠনের পরিকল্পনা ফাঁস করে দেশে-বিদেশে এবার হাসির খোরাক হয়ে উঠলেন বিজেপির ‘হীরের রাজ্য’ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷

তাঁর মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে৷ হালে একটি দলীয় সভায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, নেপাল এবং শ্রীলঙ্কায় বিজেপি সরকার গঠনের পরিকল্পনা করছেন অমিত শাহ৷ তাঁর এই মন্তব্যের জেরে বন্ধুরাষ্ট্র নেপালের তীব্র সমালোচনা মুখে পড়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব৷ বিপ্লবের এহেন মন্তব্য নিয়ে নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ গিয়াওয়ালি জানিয়েছেন, ইতিমধ্যে আপত্তির বিষয়টা জানানো হয়েছে৷

গত শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী জানান, ‌শুধু ভারতেই নয়, বিজেপির লক্ষ্য এখনও প্রতিবেশী দেশেও৷ শ্রীলঙ্কা ও নেপালে সরকার গড়ার পরিকল্পনা নিয়েছেন অমিত শাহ৷ এহেন পরিকল্পনার কথা অমিত নিজেই তাঁকে জানিয়েছেন৷ এখানেও থামেননি বিপ্লব৷ রবিবার জানান, ‌অমিত শাহ ত্রিপুরা সফরে এসে নেপাল-শ্রীলঙ্কায় সরকার গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করে গিয়েছেন৷ ভারতের সর রাজ্যে ক্ষমতা দখলের পরেই ওই দুই দেশে সরকার গঠনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে৷ তাঁর আরও যুক্তি, কমিউনিস্টরা দাবি করেন, তারা বিশ্বজোড়া রাজনৈতিক দল৷ বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিস্ট পার্টির সরকার আছে৷ এখন বিজেপি বিশ্বের বৃহত্তম দল হিসাবে নেপাল ও শ্রীলঙ্কার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর মুখে এহেন মন্তব্যের পর অস্বস্তি তৈরি হয় বিজেপির অন্দরে৷ কেননা, নেপাল-শ্রীলঙ্কা বন্ধুরাষ্ট্র৷ সেই সমস্ত রাষ্ট্রকে নিয়ে প্রশাসনিক প্রধানের এহেন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য সরকারি প্রভাব পড়তে পারে পররাষ্ট্র নীতিও৷ ইতিমধ্যেই সমালোচনা তৈরি হয়েছে নেপালেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *