কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু এখনও পর্যন্ত প্রার্থী তালিকা খোলসা করেনি কোনো দলই। একুশের মহারণের আগে প্রস্তুতিপর্বে চলছে প্রার্থী বাছাই নিয়ে শেষ মুহূর্তের হিসেব নিকেশ। আর জল্পনা যত জিইয়ে থাকছে, ততই ভোট নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। এমতাবস্থায় প্রার্থী বাছাই নিয়ে আজ বৈঠকে বসতে চলেছে রাজ্য বিজেপি।
আগামীকাল অর্থাৎ ৪ মার্চ দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠক। তার পরেই গেরুয়া দল বহু প্রতিক্ষীত প্রার্থী তালিকা ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলের তরফে। কিন্তু দিল্লির বৈঠকের আগে রাজ্যেও শেষ মুহূর্তের ঘুঁটি সাজাতে মরিয়া পদ্ম শিবির। হিসেবে যাতে কোনোরকম ভুল না থাকে তা ঝালিয়ে দেখতে আজ কলকাতার হেস্টিংসে বিজেপির সদর দফতরে বৈঠকে বসবে বিজেপি নেতৃত্ব। কোর কমিটির এই বৈঠকে চলবে প্রার্থী তালিকা নিয়ে ঝাড়াই-বাছাই।
সূত্রের খবরে জানা যাচ্ছে, বিজেপির কোর কমিটির বৈঠকে উপস্থিত থাকবেন বঙ্গ বিজেপির বাঘা বাঘা নেতারা। মুকুল রায়, অনির্বাণ গাঙ্গুলী ছাড়াও থাকবেন সদ্য তৃণমূল কংগ্রেস থেকে গেরুয়া শিবিরে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ও। শাসকদল থেকে পদ্ম শিবিরে যাওয়া নেতাদের যে বিজেপিতে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তা বলাই বাহুল্য। ভোটের আগে কোর কমিটির বৈঠকেও ঘটছে তারই প্রতিফলন।
উল্লেখ্য, বিজেপির প্রার্থী তালিকা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা ইতিমধ্যে তুঙ্গে উঠেছে। একুশের নির্বাচনকে পাখির চোখ করে এ রাজ্যে যেভাবে প্রচারে ঝাঁপিয়েছে গেরুয়া দল, তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে তা সহজেই অনুমেয়। আর তাই গত লোকসভা কেন্দ্রের সাফল্যকে হাতিয়ার করে এবার ক্ষমতা দখলে মরিয়া তারা। কোর কমিটির বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই এখন দেখার।