কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। ইতিমধ্যেই রাজ্যজুড়ে ভোট নিয়ে ধুন্ধুমার পরিবেশের সৃষ্টি হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। আদি ও নব্য বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দলও চূড়ান্ত মাত্রায়। বাংলার সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে জোর আঘাত এনে তাদের ভয় দেখিয়ে নির্বাচন করাতে চাইছে বিজেপি, বৃহস্পতিবার এমনটাই অভিযোগ করেছে তৃণমূলের শীর্ষ মহল৷ অন্যদিকে, রাজ্যে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি শেষ মুহূর্তে খতিয়ে দেখতে বাংলায় আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল৷
বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধিদল মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করেন৷ স্মারকলিপি জমা দেন তাঁরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি নন্দীগ্রামের সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নির্বাচন করতে চাইছে। তৃণমূল নেত্রী শশী পাঁজাও এই নিয়ে জানিয়েছেন, “বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বুধবার নন্দীগ্রাম অঞ্চলের বোয়াল গ্রামে এবং বৃহস্পতিবার সোনাচূড়া গ্রামে তৃণমূল কর্মীদের উপরে যেভাবে হামলা চালিয়েছে তা পূর্বপরিকল্পিত ছিল।” নাম না করে এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে তিনি বলেন, “নন্দীগ্রামের বিজেপির প্রার্থীর প্ররোচনাতেই অশান্তি করছে বিজেপির দুষ্কৃতীরা।” দুটি ঘটনার তদন্তের আর্জি জানিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবারের ঘটনা নিয়ে জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল। মুখ্য নির্বাচন আধিকারিক সুনীল অরোরার নেতৃত্বে তিন সদস্যের একটি দল আগামী মঙ্গলবার এই রাজ্যে এসে পৌঁছবেন বলে জানা গিয়েছে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর সূত্রে। দুদিনের বাংলা সফরে দলটি প্রথমেই এসে পৌছবে শিলিগুড়িতে। সেখানে উত্তরবঙ্গের জেলা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে শেষ মুহূর্তের বৈঠক সারবেন তারা।