bjp
কলকাতা: রাজ্য রাজনীতিতে আলোনার কেন্দ্রে এখন সন্দেশখালি৷ পলাতক তৃণমূল নেতা শাহজাহান ও তাঁর শাগরেদদের গ্রেফতারির দাবিতে শুরু হয় ব্যাপক আন্দোলন৷ অশান্তি এড়াতে জারি করা হয়েছে ১৪৪ ধারা৷ এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সন্দেশখালি যেতে গিয়ে বাধার মুখে পড়েন বিজেপি নেতারা৷ সেদিন ফিরতে হলেও ফের নতুন করে সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির। এবার যাতে আর বাধার মুখে পড়তে না হয়, তা নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে সন্দেশখালি যাওয়ার অনুমতি চাইলেন শুভেন্দু অধিকারী, শংকর ঘোষরা। আজ দুপুর ২টোয় মামলার শুনানি৷
এখনও পর্যন্ত ইডির আতস কাঁচের নীচে থাকা শাহজাহান শেখের নাগাল পাওয়া না গেলেও তাঁর অনুগামী উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। এর পরেও অবশ্য উত্তেজনা কমেনি৷ শাহজাহান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় মহিলারা।