মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ফিরিয়ে দিল বিজেপি

মুখ্যমন্ত্রীর দেওয়া উপহার ফিরিয়ে দিল বিজেপি

bjp

কলকাতা: উৎসবের আমেজেও লাগল  রাজনীতির আঁচ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো পুজোর উপহার ফিরিয়ে দিল বিজেপি৷ 

পুজো উপলক্ষে গত সপ্তাহেই বিধানসভায় উপহার পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ তবে শুধু দলীয় বিধায়কদের জন্যেই নয়৷ শাড়ি এসেছিল বিরোধী বিজেপি শিবিরের মহিলা বিধায়কদের জন্যেও৷ কিন্তু সেই শাড়ি ফিরিয়ে দিলেন তাঁরা। বিধানসভা সূত্রে খবর, গত সপ্তাহে তৃণমূলের মহিলা বিধায়কদের জন্য আসা মুখ্যমন্ত্রীর উপহার সকলের মধ্য বিলি করে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আর বিজেপি বিধায়কদের জন্য আসা উপহারগুলি নিয়ে বিরোধী দলের ঘরে যান মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তা সহ সেই উপহার দিয়ে আসেন তিনি৷ কিন্তু, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে বিজেপির ৭ মহিলা বিধায়ক মুখ্যমন্ত্রীর পাঠানো সেই উপহারের শাড়ি ফিরিয়ে দেন সরকারি মুখ্য সচেতকের দফতরে।

মুখ্যমন্ত্রীকে শাড়ি ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের ব্যর্থতায় কামদুনির দোষীরা ছাড়া পেয়ে গেল। রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের মারা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হচ্ছে। নারীদের উপরে অত্যাচার হচ্ছে। বিধানসভায় আমাদের কথা পর্যন্ত বলতে দেওয়া হয় না। এর পর উনি কী করে আশা করেন ওঁর পাঠানো শাড়ি পরে আমরা ঘুরে বেড়াব!’’ তিনি আরও জানান, তাঁদের অনুপস্থিতিতেই মন্ত্রী ফিরহাদ হাকিম বিরোধী দলের ঘরে শাড়িগুলি রেখে গিয়েছিলেন। বিরোধী দলনেতার সঙ্গে আলোচনা না করেই তাঁরা সেই শাড়ি ফিরিয়ে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =