নিজস্ব প্রতিনিধি: একের পর এক ভোট পূর্ববর্তী সমীক্ষা আসছে যা নিয়ে উচ্ছ্বাসিত বঙ্গ বিজেপি। কারণ প্রত্যেকটি সমীক্ষাতেই পশ্চিমবঙ্গে বিজেপিকে কম বেশি কুড়িটি করে আসন দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ফের একটি সমীক্ষা সামনে এসেছে। সেখানেও বিজেপির আসন সংখ্যা তৃণমূলের থেকে বেশি হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সদ্য টাইমস নাও-ইটিজি যে জনমত সমীক্ষা সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে গতবারের থেকেও ভাল ফল করবে বিজেপি। অর্থাৎ তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে বিজেপি, এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষায়। এই ধরনের সমীক্ষা কখনও মেলে, আবার কখনও মেলে না। তবু ভোটের আগে এই ধরনের সমীক্ষা নিয়ে রাজনৈতিক মহলের যথেষ্ট আগ্রহ থাকে।
রাজনীতির কারবারিরা মনে করেন সমীক্ষা ফলাফল না হলেও প্রকৃত পক্ষে ভোটে কী হতে চলেছে তার কিছুটা হলেও আভাস পাওয়া যায় সেখান থেকে। তাই ভোট পূর্ববর্তী সমীক্ষা নিয়ে রাজনীতি সচেতন মানুষজনের বিশেষ আগ্রহ থাকে। সেই জায়গা থেকে টাইমস নাও-ইটিজি যে সমীক্ষা সামনে এনেছে তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা কেন্দ্রের মধ্যে বিজেপি তথা এনডিএ ২০ থেকে ২৪টি আসনে জয়ী হতে পারে। সেখানে তৃণমূল পেতে পারে ১৭ থেকে ২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ০-২টি আসন। এছাড়া সমীক্ষায় দাবি করা হয়েছে বিজেপি ৪২, তৃণমূল ৪০, বাম-কংগ্রেস ১১ এবং অন্যান্যরা ৭ শতাংশ ভোট পেতে পারে। অর্থাৎ আসনের পাশাপাশি ভোট শতাংশের নিরিখেও তৃণমূলকে পিছনে ফেলে দিতে পারে বিজেপি, এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে সর্বশেষ সমীক্ষায়।
সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি তথা এনডিএ ৪০০ আসন ছাড়িয়ে যাবে বলে বারবার দাবি করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গেও আসন বাড়বে বলে আশা গেরুয়া নেতৃত্বের। আর সেটা যদি সত্যিই হয় তাহলে তৃণমূল যে অনেকটাই ব্যাকফুটে চলে যাবে তা স্পষ্ট। বিজেপি বহুদিন ধরেই দাবি করছে এবার পশ্চিমবঙ্গে তাদের এমন ফল হবে যাতে তৃণমূল কেঁপে যাবে। আর দেখা যাচ্ছে প্রায় প্রতিটি সমীক্ষাই বিজেপির ভাল পারফরম্যান্সের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত বাংলায় গেরুয়া ঝড় সত্যিই ওঠে কিনা সেটা স্পষ্ট হবে ৪ জুন ভোটের ফল প্রকাশের দিনেই।