এবার হুইলচেয়ারে চেপে রাজপথে প্রতিবাদ বিজেপির!

মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরকে কটাক্ষ করেই অভিনব প্রতিবাদে সামিল হয়েছে বিজেপি

f431bfdd7b72512a147bafc3e3668888

কলকাতা: ভোটমুখী বাংলার উত্তপ্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচনী ময়দানে কাউকে এক চুল জমিও ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি। তাই বিধানসভা নির্বাচন যখন দরজায় এসে কড়া নাড়ছে, তখন আক্রমণ প্রতি-আক্রমণে এ বলছে আমায় দেখ তো ও বলছে আমায়। সম্প্রতি পায়ে চোট নিয়ে জেলা সফর শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার শহরের রাজপথে অভিনব প্রতিবাদে সামিল হলেন বিজেপি সমর্থকেরা।

রাজ্যে বিভিন্ন প্রান্তে সুরক্ষিত নয় বিজেপি কর্মীরা, এই অভিযোগেই এদিন প্রতিবাদে সামিল হয়েছে গেরুয়া শিবির। তবে আর পাঁচটা দলীয় কর্মসূচির সঙ্গে আজকের প্রতিবাদের মিল পাওয়া যাবে না। কারণ আজ বিজেপি পথে নেমেছে হুইলচেয়ার নিয়ে। নন্দীগ্রাম কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুইলচেয়ার অভিযানকে কটাক্ষ করেই যে আজকের এই মিছিল তা বুঝতে অসুবিধা হয়না। এদিন জেলায় জেলায় বিজেপি কর্মী সমর্থকদের খুনের প্রতিবাদে রাস্তায় নেমেছে বিজেপি। হাজরা মোড় থেকে এক্সাইড পর্যন্ত হুইলচেয়ারে চেপেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা।

শাসকদলের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ বিজেপির? জানা গেছে, গত কয়েক বছর ধরে তৃণমূলের হাতে খুন হয়েছেন অসংখ্য বিজেপি কর্মী, এমনই বিস্ফোরক দাবি নিয়ে আজ পথে নেমেছে গেরুয়া বাহিনী। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিন শহরের রাজপথে দেখা গেল তারই অভিনব ঝলক।

উল্লেখ্য গত ১০ মার্চ বুধবার নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরই বাঁ পায়ে চোট পান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক ভাবে চক্রান্ত করে তাঁকে আক্রমণের অভিযোগ তুললেও পরবর্তীতে এ নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর থেকেই মূলত হুইলচেয়ারে চেপে পায়ে প্লাস্টার নিয়ে জেলায় জেলায় সভা করতে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রীকে। এদিন এই বিষয়কে কটাক্ষ করেই রাস্তায় নেমেছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *