শেষ দফা শান্তিপূর্ণ, শীতলকুচির ছাড়া কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অনবদ্য, ‘সার্টিফিকেট’ বিজেপি’র

শেষ দফা শান্তিপূর্ণ, শীতলকুচির ছাড়া কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অনবদ্য, ‘সার্টিফিকেট’ বিজেপি’র

কলকাতা:  নির্বাচন কমিশনের অফিসে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হলেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া ও অর্জুন সিং৷ অষ্টম দফায় এখনও পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোট হয়েছে বলেই জানালেন শিশির৷ তাঁর কথায়, কেন্দ্রীয় বাহিনী গোটা ভোটে খুব ভালো কাজ করেছে৷ তবে একটি মাত্র বিধানসভা কেন্দ্রে যে ঘটনা ঘটে গিয়েছে, সেটা কালো অক্ষরে লেখা থাকবে৷ সেটা কেউ ভুলতে পারবে না৷ শীতলকুচিতে একদিনে দুটি পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে৷  কিন্তু এই ঘটনা ছাড়া কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা উল্লেখযোগ্য বলেই মত তাঁর৷ 

আরও পড়ুন- বেলা ৩টে: সবচেয়ে বেশি অনুব্রতর গড়ে, আপাতত মোট ভোট পড়ল ৬৮.৪৬%

বাজোরিয়া, আজ কলকাতায় তিন চার জায়গায় এবং বীরভূমে কিছু অশান্তি হয়েছে৷ তবে এটা বড় কোনও ঘটনা নয়৷ যখনই যা হয়েছে আমাদের কন্ট্রোল রুম থেকে নির্বাচন কমিশন ও যাঁদের যাঁদের খবর দেওয়ার প্রয়োজন ছিল, খবর পাঠানো হয়েছে৷ নির্দিষ্ট এলাকায় জেনারেল অবজার্ভার ও পুলিশ অবজার্ভারকে সূচিত করা হয়েছে৷ খবর পেয়ে অবিবম্বে পৌঁছেছে কিউআরটি টিম৷ কিছু জায়গায় বিজেপি প্রার্থী ও কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে, তবে মোটের উপর ভোট ঠিকঠাক হয়েছে৷    

এদিকে মানিকতলা প্রসঙ্গে অর্জুন সিং বলেন, মানিকতলায় বিজেপি প্রার্থীর সঙ্গে কিছু সমস্যা হয়েছিস৷ আসলে তৃণমূল পরিকল্পনা করে এটা করেছে৷ কিছু কিছু জায়গায় অশান্তি করবে বলে আগে থেকেই ঠিক করে রেখেছিল ওরা৷ মানুষকে ভয় দেখাতে চেয়েছিল৷ কিন্তু মানুষ এই চক্রান্ত ভেস্তে দিয়েছে৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *