বেশ কিছুদিন চুপচাপ থাকার পর বিজেপির মুখে আবার এনআরসি হুঁশিয়ারি!

BJP NRC Warning বিগত বেশ কয়েক মাস ধরে এনআরসি ইস্যুতে চুপচাপ ছিল বিজেপি। মূলত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়েই সর্বস্তরের বিজেপি নেতৃত্বকে ধারাবাহিকভাবে বক্তব্য…

BJP NRC Warning   BJP West Bengal Election 2023 BJP Organizational Growth bjp-election-strategy-organizational-growth-vote-looting-claims BJP Election Loss Hindutva Line Fails

BJP NRC Warning

বিগত বেশ কয়েক মাস ধরে এনআরসি ইস্যুতে চুপচাপ ছিল বিজেপি। মূলত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ নিয়েই সর্বস্তরের বিজেপি নেতৃত্বকে ধারাবাহিকভাবে বক্তব্য রাখতে শোনা গিয়েছে। তবে এই বছরের লোকসভা নির্বাচনের আগে সিএএ দেশ জুড়ে কার্যকর হওয়ার পর তার বিরুদ্ধে সেভাবে তীব্র প্রতিবাদ করতে দেখা যায়নি বিরোধীদের।

 

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এনআরসি বিতর্ক নতুন করে উস্কে দিলেন। স্পষ্ট জানিয়ে দিলেন ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় আসলে এনআরসি চালু করা হবে। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশ রুখতেই বিজেপি এই পদক্ষেপ করবে বলে ঝাড়খণ্ডে বিজেপির একটি সভায় বক্তৃতা করতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন শিবরাজ।

BJP NRC Warning   BJP West Bengal Election 2023 BJP Organizational Growth bjp-election-strategy-organizational-growth-vote-looting-claims BJP Election Loss Hindutva Line Fails
বিজেপি

BJP

সম্প্রতি ঝাড়খণ্ডের বহরাগোড়ায় বিজেপির ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে শিবরাজ বলেন,

“বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁরা এ দেশে এসে আধার কার্ড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র তৈরি করে ফেলছেন। ভোটার তালিকাতেও নিজেদের নাম নথিভুক্ত করছেন। পেয়ে যাচ্ছেন ভোটার আইডি কার্ড। এসব বরদাস্ত করা হবে না। ঝাড়খণ্ডে বিজেপি ক্ষমতায় এলে এনআরসি চালু হবে।”

 

NRC

সিএএ এবং এনআরসি’র বিরুদ্ধে দেশের মধ্যে সবচেয়ে সোচ্চার হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় রাজ্য জুড়ে তীব্র আন্দোলন সংঘটিত করেছিল তৃণমূল। আর সিএএ চালু হওয়ার পর বিজেপি বারবার দাবি করেছে এটা নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, এটা নাগরিকত্ব দেওয়ার আইন। কিন্তু বিজেপি শাসিত অসমে এনআরসি’র বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ হয়েছিল। পরবর্তীকালে এনআরসি ইস্যু কার্যত ঠান্ডা ঘরে চলে যায়। লোকসভা নির্বাচনের প্রচারে এনআরসি ইস্যুকে তুলে ধরতে দেখা যায়নি বিজেপিকে।

Exit polls BJPs victory Exit polls indicate a significant lead for BJP in West Bengal, with a potential sweep of the state.

Modi

কিন্তু ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে ফের বিতর্কটি উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কি দেশজুড়ে এই নীতি কার্যকর করতে চলেছে বিজেপি? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। তাই আগামী দিনে বিষয়টি কোন দিকে গড়ায় সেদিকে প্রত্যাশিতভাবেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

BJP reignites NRC debate in Jharkhand

 

আরও পড়ুন-

রামমন্দিরের পর আরেকটা সেন্সিটিভ ইস্যু!

জমিনে বাইরে আসা অনুব্রতর কতটা গুরুত্ব থাকবে তৃণমূলে?

মাওবাদী নির্মূলের লক্ষ্যে ফের ডেডলাইন দিলেন শাহ!

দেউলিয়া বাংলাদেশ? ইউনূসকে ভরসা করাই ভুল!

পুজোর মাসে গুচ্ছ ছুটি ব্যাঙ্কে, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

মহালয়ায় কেমন থাকবে আবহাওয়া? জানিয়ে দিল হাওয়া অফিস

২০২৪-এ মহালয়া কবে? এর তাৎপর্য কী? কেন নবরাত্রির আগে পালিত হল এই রীতি?

হিজবুল্লাহর গেরিলা বাহিনীর আলাদা তাকত, মাটির নীচে আস্তানা! ছুঁলেই বিপদ | Hezbollah Terror Tunnels

প্রয়াত ‘হ্যারি পটার’-এর প্রফেসর, ‘কিংবদন্তি’ ডেম ম্যাগি স্মিথকে শ্রদ্ধা হলিউডের