কলকাতা: শাসকদল থেকে বিজেপিতে যোগ দেওয়ার সাম্প্রতিক হিরিকে নাম লিখিয়েছিলেন তিনিও, কিন্তু কিছুদিন যেতে না যেতেই নতুন দলকে অস্বস্তিতে ফেললেন বিজেপি শীলভদ্র দত্ত। করোনা টিকাকে কেন্দ্র করে ভোট পূর্ববর্তী বাংলার রাজনীতিতে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, তাকেই আরও বাড়িয়ে দিলেন তিনি। তাঁর একটি ভাইরাল ছবিতে এখন কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি।
তৃণমূলের নেতা কর্মী বিধায়কদের করোনা টিকা নেওয়ার ঘটনাকে যখন ভোটের মুখে শাসকদলকে আক্রমণের অন্যতম হাতিয়ার বানিয়েছে বিজেপি, তখন সদ্য দলে যোগ দেওয়া নেতা শীলভদ্র দত্তও জড়ালেন সেই একই বিতর্কে। তৃণমূল বিধায়কদের মতোই করোনা টিকা নিয়েছেন তিনিও, এদিন এমনটাই অভিযোগ উঠল গেরুয়া শিবিরের এই নেতার দিকে। বলা বাহুল্য, শীলভদ্র দত্তের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ পদ্ম শিবিরের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।
এদিন সোশ্যাল মিডিয়ায় বিজেপি নেতা শীলভদ্র দত্তের একটি ছবি ভাইরাল হয়। ফেসবুকের ওই ছবিতে দেখা যায়, করোনা ভাইরাসের টিকা নিচ্ছেন তিনি। বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতাল থেকে তিনি টিকা নিয়েছেন বলে জানা গেছে সূত্রের খবর। উল্লেখ্য, ওই হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য তিনি। তাঁর এই কীর্তি নিয়ে অবশ্য এখনও পর্যন্ত মুখ খোলেনি শাসকদল কিংবা বিজেপি।
গত শনিবার, দেশ জুড়ে শুরু হয় করোনা টিকাকরণ প্রক্রিয়া। টিকাকরণের প্রথম পর্যায়ে শুধুমাত্র চিকিৎসক, স্বাস্থ্য কর্মী তথা সাফাই কর্মচারী প্রমুখ করোনা যোদ্ধাদের টিকা দেওয়া ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে। কিন্তু প্রথম দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ উঠতে থাকে, টিকা নিচ্ছেন শাসকদলের বিধায়করাও। আর তাতেই শুরু হয় বিতর্ক। রাজনৈতিক ক্ষমতাধারী বলেই কি সাধারণ মানুষকে বঞ্চিত করে আগে টিকা পাচ্ছেন তাঁরা? প্রশ্ন ওঠে। শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপিও। ‘তৃণমূলের নেতারা ভ্যাকসিন চোর’, বলেন গেরুয়া নেতৃত্ব। কিন্তু এদিন শীলভদ্রবাবুর টিকাগ্রহণের খবরে মুখ পুড়েছে পদ্ম শিবিরের। এ ব্যাপারে কোনও দলের তরফে কোনো প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় সামিল হয়েছেন নেটিজেনরা।