নাগরিকত্ব আইন নিয়ে ‘বিদ্রোহী’ সাংসদ শান্তনুর সঙ্গে বৈঠক দিলীপের

নাগরিকত্ব আইন নিয়ে ‘বিদ্রোহী’ সাংসদ শান্তনুর সঙ্গে বৈঠক দিলীপের

কলকাতা: আইন পাস হওয়ার পরও কেন চালু হচ্ছে না নাগরিকত্ব আইন বা সিএএ? মূলত এই প্রশ্ন তুলে  মাঝেমধ্যেই বেসুরো হচ্ছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এবার শান্তনুর সেই ক্ষোভ কমাতে কলকাতায় ডেকে বৈঠকে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, সেই বৈঠকে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে শান্তনুর মতামত জানতে চাওয়া হয়েছে।

বিজেপি সূত্রে খবর, শান্তনুর ‘বেসুরো’ মন্তব্য নিয়ে এদিনের বৈঠকে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে শান্তনুকে জানানো হয়, সিএএর বিষয়টি দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ফলে দলের অন্দরে থেকে তিনি যেন এবিষয়ে সতর্ক থেকে মন্তব্য করেন৷ তবে, সাংসদ শান্তনুর পাল্টা জবাবে সন্তুষ্ট হয়েছেন গেরুয়া নেতৃত্ব৷ বৈঠক প্রসঙ্গে দিলীপ দাবি করেছেন, শান্তনুর সঙ্গে দলের কোনও সমস্যা তৈরি হয়নি৷ শান্তনু সাফ জানিয়ে দিয়েছেন, বিজেপি যখন আইন করেছে, তখন সেই আইন বিজেপিই কার্যকর করবে৷

গত ২০ ডিসেম্বর বোলপুর সফরে অমিত শাহ জানিয়েছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিস্তারিত নিয়ম এখনও তৈরি হয়নি৷ করোনার কারণে তা পিছিয়ে গিয়েছে৷ করোনার টিকাকরণ শুরু হলেই আইন কার্যকর করার বিষয়ে ভাবনাচিন্তা করা হবে বলেও জানান অমিত শাহ৷ স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পর থেকেই আরও ‘বিদ্রোহী’ হয়ে ওঠেন সাংসদ৷ বিজেপির কর্মসূচিতে তাঁকে দেখা পাওয়া যাচ্ছিল না৷ ফলে, বাড়তে থাকে জল্পনা৷ সুযোগ বুঝে মাঠে নামে তৃণমূল৷ বিজেপি সাংসদকে তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়৷ তা খারিজও করে দেন বিজেপি সাংসদ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে সভাপতির সঙ্গে সাংসদের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =