‘পরিশ্রম করেন, তাই করোনা হয় না বিজেপি কর্মীদের’, হাসির খোরাক হলেন গেরুয়া নেতা

অথচ অতীতে একাধিক বার বিজেপি নেতাদের করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে

গান্ধীনগর: গোরুর দুধ থেকে পাওয়া সোনা হোক কিংবা মা দুর্গার পূর্বপুরুষ, একাধিক বার একাধিক বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন বঙ্গ বিজেপি নেতারা। ভোটের আগে তাতে তাদের ভাবমূর্তিতেও কালি লেগেছে। তবে এবার করোনা ভাইরাস নিয়ে গেরুয়া নেতার বক্তব্যে পড়ে গেছে শোরগোল। অবশ্য বাংলা নয়, এবার বিতর্কের উৎসস্থল গুজরাট।

বিজেপি নেতারা দিনরাত কঠোর পরিশ্রম করেন, তাই তাঁদের ধারে কাছে ঘেঁষতে পারে না করোনা ভাইরাস, এদিন এমনটাই জানিয়েছেন গুজরাটের এক বিজেপি বিধায়ক। সম্প্রতি গুজরাটসহ পশ্চিমের রাজ্যগুলিতে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতাদের করোনা সতর্কতা কতটা, তাঁদের অসচেতনতাই বা করোনা সংক্রমণের জন্য কতটা দায়ী, প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিজেপি বিধায়ক। তার প্রেক্ষিতেই উক্ত জবাব দিয়েছেন তিনি। এই ধরণের আপাত অবাস্তব মন্তব্যে যথারীতি শুরু হয়েছে বিতর্কের ঝড়।

জানা গেছে, আলোচ্য গেরুয়া নেতার নাম গোবিন্দ প্যাটেল। তিনি গুজরাটের রাজকোট দক্ষিণ এলাকার বিধায়ক। দেশ জুড়ে নানা প্রান্তে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে ছুটছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। এই প্রচারকার্যের সময় করোনা সতর্কতা কতটা অবলম্বন করা হচ্ছে, রাজনৈতিক জনসভা অতিমারী সংক্রমণ ছড়িয়ে যাওয়ার জন্য দায়ী কি না, এই সমস্ত প্রশ্নই করা হয়েছিল তাঁকে। উত্তরে তিনি বলেন, “যাঁরা পরিশ্রম করে তাঁদের করোনা হয়না। বিজেপি কর্মীরা পরিশ্রম করে। আর তাই একজন বিজেপি কর্মীরও এই ভাইরাস সংক্রমণ হয়নি।”

গোবিন্দ প্যাটেল

এ প্রসঙ্গে উল্লেখ্য, মাসখানেক আগেই গুজরাটের বিজেপি মুখ্যমন্ত্রী বিজয় রূপানি আক্রান্ত হয়েছিলেন করোনা ভাইরাসে। সে সময় তিনি রাজ্যের পুরভোটের প্রচারে ব্যস্ত ছিলেন। শুধু বিজয় রুপানিই নন, সাম্প্রতিক অতীতে করোনায় আক্রান্ত হয়েছেন অনেক বিজেপি নেতাই। এমনকি শনিবারও ভাদোদরার বিজেপি সাংসদের সংক্রমণের খবর পাওয়া গেছে। ফলে গোবিন্দ প্যাটেলের মন্তব্য নেট মাধ্যমে তুলেছে হাসির রোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *