সব পরিকল্পনা মাফিক এগোলে বিজেপিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়, প্রার্থী হতে পারেন তমলুক থেকে

সব পরিকল্পনা মাফিক এগোলে বিজেপিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়, প্রার্থী হতে পারেন তমলুক থেকে

কলকাতা: ইস্তফা দিচ্ছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ রবিবার আচমকাই অবসর নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি৷ এর পর তিনি যে  রাজনীতির ময়দানে নামতে চলেছেন, সে কথাও জানিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যা.৷ কিন্তু কোন দলে যাচ্ছেন?  তা অবশ্য স্পষ্ট করেননি। তবে কোনও যে ভাবেই তিনি তৃণমূলে যাবেন না তা সাফ জানিয়ে দিয়েছেন৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানিয়েছেন, তিনি যে দলে যাবেন, সেই দল তাঁকে আসন্ন লোকসভা ভোটে প্রার্থী করতে চাইলে তিনি অবশ্যই ভেবে দেখবেন। 

বিচারপতি গঙ্গোপাধ্যায় যে আগামী দিনে রাজনীতির সঙ্গে যুক্ত হতে চলেছেন, সেই খবর গত কয়েক দিন ধরেই রাজনীতির অলিন্দে ঘুরপাক খাচ্ছিল৷ বিভিন্ন সূত্রের খবর, সব কিছু পরিকল্পনামাফিক চললে, ইস্তফা দেওয়ার পর সম্ভবত বিজেপিতেই যাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তেমনটা হলে তাঁকে প্রার্থী করা হবে পূর্ব মেদিনীপুরের তমলুক কেন্দ্র থেকে। ওই কেন্দ্র এখন খাতায়কলমে ‘তৃণমূল’ সাংসদ শিশির অধিকারীর পুত্র দিব্যেন্দু অধিকারীর। চলতি মাসেই ভোট ঘোষণা হয়ে যাবে৷ তার আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে সামিল হওয়ার খবর নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + ten =