বিজেপির ইস্তেহারে এনআরসি নেই! কী কী রয়েছে জানেন?

বিজেপির ইস্তেহারে এনআরসি নেই! কী কী রয়েছে জানেন?

28037d4d7426135e04557a7ce6d50870

নয়াদিল্লি: প্রথম দফায় লোকসভা ভোট হবে আগামী শুক্রবার। তার চার দিন আগে ইস্তাহার প্রকাশ করল বিজেপি। বিজেপির এই সংকল্প পত্রে কী রয়েছে জানেন? বিজেপির ‘সঙ্কল্পপত্রে’ এক দেশ এক ভোট, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড, ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজনের জন্য দরপত্র আহ্বানের কথা বলা হলেও মোদীর ভাষণে গুরুত্ব পেয়েছে জনমুখী প্রকল্প সংক্রান্ত গবেষণাই। তবে বিজেপির এই ইস্তেহারে এনআরসির কথা বলা না হলেও বলা হয়েছে সিএএর মাধ্যমে যোগ্যদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে৷ 

এই ইস্তাহারে মহিলা, যুব সম্প্রদায়, কৃষক এবং গরিব মানুষকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। হিন্দিতে এই চারটি শ্রেণির আদ্যক্ষরকে জুড়লে হয় ‘জ্ঞান’। দলের ইস্তাহার প্রকাশ হওয়ার পর বক্তব্য রাখতে উঠে মোদী বলেন, “মোদীর গ্যারান্টি এই যে, বিনামূল্যে রেশন বণ্টনের প্রকল্প আগামী ৫ বছরের জন্য চালু থাকবে।” বিজেপি ক্ষমতায় ফিরলে পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস পৌঁছে যাবে বলেও জানান নমো৷ কৃষকদের ন্যায্য সহায়ক মূল্যর আইনি নিরাপত্তা, তাঁদের ১০০ দিনের কাজের প্রকল্পে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আবাস যোজনা প্রকল্পে দেশে আরও তিন কোটি পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতিও দিয়েছেন মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *