bjp
কলকাতা: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ফোন নম্বর প্রকাশ করে ১০০ দিনের বকেয়া টাকা ফেরত চাওয়ার নিদান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের মোবাইল নম্বর প্রকাশ করে সারদার টাকা ফেরত চাওয়ার ‘নিদান’ দিল বিজেপি৷ বর্ধমানে দলের সাংগঠনিক জেলার যুব মোর্চার প্রাক্তন-সহ সভাপতি তথা বর্তমান বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্যতম কার্যকর্তা অভিজিৎ সিকদার বুধবার তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে কুণাল ঘোষের ফোন নম্বর ফাঁস করে তিনি লেখেন, “পুজোর মুখে নিজেদের জমানো সারদার টাকা ফেরত পেতে চাইলে এই নম্বরে কল করুন…।” তার পরেই একটি মোবাইল নম্বর প্রকাশ করে কুণাল ঘোষের নাম উল্লেখ করা হয়। এর পরেই বিজেপিকে এক হাত নেয় তৃণমূল। দলের রাজ্যের অন্যতম মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেছেন, “নরেন্দ্র মোদী বাংলায় ভোটপ্রচারে এসে বলেছিলেন, আমি প্রধানমন্ত্রী হলে সারদার টাকা ঘরে ঘরে ফিরিয়ে দেব। সেই মতো প্রধানমন্ত্রীর নম্বরটা বিজেপি’র আগে দেওয়া উচিৎ৷” (bjp)
এদিন সোশ্যাল মিডিয়ায় কুণালের ফোন নম্বর পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়৷ অনেকে আবার ফোন করাও শুরু করে দেয়। অভিজিৎ সিকদার প্রথম সারির এক সংবাদমাধ্যমকে বলেন, আমাদের নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর নম্বর ফাঁস করে তৃণমূল বলছে ১০০ দিনের কাজের টাকা ফেরত চাইতে। ২০১৩ সালে সারদা চিটফান্ড বন্ধ হয়েছে। কুণাল ঘোষ সাড়ে তিন বছর জেলেও খেটেছেন। সারদায় যাঁকা টাকা দিয়েছিল, তারাও তো কুণাল ঘোষের কাছে টাকা ফেরত চাইতে পারে। তাই নম্বরটা পোস্ট করা হয়েছে৷