BJP-র যুব মোর্চার সাংস্কৃতিক সেলের দায়িত্বে মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলা, নাখুশ দলেরই একাংশ

BJP-র যুব মোর্চার সাংস্কৃতিক সেলের দায়িত্বে মাদক কাণ্ডে অভিযুক্ত পামেলা, নাখুশ দলেরই একাংশ

bb3722bbde45086785ad5431bdbf2a7d

কলকাতা:  ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি৷ মাদক কাণ্ডে গ্রেফতার হন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী৷ তাঁকে গ্রেফতার করে নিউ আলিপুর থানার পুলিশ৷ মাদককাণ্ডে অভিযুক্ত সেই পামেলা গোস্বামীকেই রাজ্য বিজেপি যুব মোর্চার সাংস্কৃতিক সেলের ইনচার্জ করল দল৷ দসের বিজ্ঞপ্তি প্রকাশ হতেই বিতর্কের ঝড়৷ যদিও পদ্ম শিবিরের দাবি, পামেলার বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত হয়নি৷ তাই তাঁকে নকুত করে দায়িত্ব দিতেও কোনও সমস্যা নেই৷ 

আরও পড়ুন- উল্টো পাল্টা হিন্দি বলে দিদি অখিলেশের দোকানটা বন্ধ করে দিলেন, বিস্ফোরক দিলীপ

গত মাসে নতুন করে বিজেপি’র রাজ্য কমিটি গঠন হওয়ার পর থেকেই গোল বেঁধেছে বিজেপি’র অন্দরে৷ চওড়া হয়েছে ফাটল৷ এমনকী পদ না পেয়ে দলও ছেড়েছেন কেউ কেউ৷ এর মাঝেই বুধবার রাতে রাজ্য বিজেপি যুব মোর্চা কমিটিতে রদলবদল করা হল। সেখানেও ব্যাপক পরিবর্তন৷ কমিটি থেকে বাদ পড়লেন  দিলীপ ঘোষের সময়কার বেশকিছু নেতাও৷ এর কারণ হিসাবে বলা হয়েছে, বয়সের জন্যই ওই নেতাদের বাতিল করা হয়েছে। তবে পামেলা গোস্বামীর মতো একজন বিতর্কিত নেত্রী যুব মোর্চায় পদ পাওয়ায় নাখুশ বঙ্গ বিজেপির একাংশ। 

এদিকে পদ পেয়ে পামেলা বলেন, ‘‘গত বছর একটা বড়সড় বিতর্কে আমরা নাম জড়িয়ে পড়েছিল আমার। নিজেকি নির্দোষ প্রমাণ করার জন্য ১০ মাস জেলের ভিতরে থেকে লড়াই করেছি৷ দল আমার লড়াইকে স্বীকৃতি দল৷ আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করব৷’’ যদিও সূত্রে খবর, নতুন পদ পয়ে মোটেও খুশি নন পামেলা। কারণ এর আগে তিনি রাজ্য বিজেপি’র যুব মোর্চার সম্পাদিকা পদে ছিলেন। সেখানে থেকে তাঁকে দেওয়া হয়েছে সাংস্কৃতিক সেলের ইনচার্জ পদ৷ যা নিয়ে ঘনিষ্ঠ মহলে উষ্মাও প্রকাশ করেছেন বিজেপি নেত্রী৷ 

দিন কয়েক আগেই দু’টি বিশেষ কেন্দ্রীয় পুরস্কার পেয়েছিলেন পামেলা৷ এর জন্য ‘মোদীজিকে ধন্যবাদ’ জানিয়ে টুইটও করেছিলেন তিনি। সেই সময়েই তাঁর পদ্ম-যোগ স্পষ্ট করেছিলেন। এরপরেই নাকি পামেলাকে ভারতীয় জনতা যুব মোর্চার সাংস্কৃতিক সেলের দায়িত্বে নিয়ে আসেন যুব সংগঠনের সভাপতি ইন্দ্রনীল খাঁ। এ প্রসঙ্গে ডঃ ইন্দ্রনীল খাঁ’র বক্তব্য, “কলকাতা পুলিশের চার্জশিটে পামেলার নাম নেই। তাঁকে বেকসুর খালাস করা হয়েছে। তাই আবার পামেলাকে দায়িত্ব দেওয়া হল।”