এবার আপনার বাড়ির দরজায় কড়া নড়বেন বিজেপি নেতারা, তৈরি থাকুন!

এবার আপনার বাড়ির দরজায় কড়া নড়বেন বিজেপি নেতারা, তৈরি থাকুন!

কলকাতা: কলকাতা পুরসভা নির্বাচনে শোভন চট্টোপাধ্যায় তাঁদের বিজেপির মেয়র পদ প্রার্থী হবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তৃণমূল এবং বিজেপি, দুই শিবিরের নৌকোয় পা দিয়ে রেখেছেন তিনি। কিন্তু, বিজেপি জোর কদমে প্রচার শুরু করতে দেরি করেনি।

কলকাতার বাসিন্দাদের বাড়ি বাড়ি দরজায় কড়া নারছেন বিজেপি নেতা-নেত্রীরা। খাতা কলম নিয়ে রীতিমতো নোট নিচ্ছেন, ঠিক কী অসুবিধা শহরের বাসিন্দাদের। সুতরাং, যদি কখন দেখেন, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আপনার বাড়ির দরজায় কড়া নাড়ছেন, আশ্চর্য হবেন না। গেরুয়া শিবিরের তরফে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন বহু নেতা-নেত্রী। কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী থেকে টলিউডের অভিনেত্রী কাঞ্চনা মৈত্র, বাড়ি বাড়ি পৌছেন যাবেন বা যাচ্ছেন।

বিজেপি সাংসদ এবং প্রাক্তন সাংবাদিক স্বপন দাশগুপ্ত ফুলবাগান, সাধারণ সম্পাদক সংগঠন সুব্রত চ্যাটার্জি মানিকতলা, রাজু ব্যানার্জি মালাপাড়া, রাহুল সিনহা জোড়াসাঁকো, সায়ন্তন বসু জোড়াসাঁকো, দেবশ্ৰী চৌধুরী নেতাজি ভবন, রাসবিহারীতে অগ্নিমিত্রা পাল , যাদবপুরে কাঞ্চনা মৈত্র, বেহালায় সুভাষ সরকার প্রচার করবেন। কলকাতার নিউ অলিপুরে প্রচার করবেন সব্যসাচী দত্ত। কলকাতা পুরসভায় ১৪৪ টি আসনে লড়াই করবে বিজেপি। নবান্নর আগে ছোট লালবাড়ী দখলের চেষ্টা করবে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =