চুঁচুড়া: ছিলেন সাংসদ৷ কিন্তু, নীলবাড়ি দখলের লক্ষ্যে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে বিধানসভা নির্বাচনের টিকিট দিয়েছে বিজেপি৷ হুগলির চুঁচুড়া কেন্দ্রে বিজেপির প্রার্থী লকেট৷ প্রচারে ঝড় তোলার পর এবার ভোটপর্ব দেখতে গিয়ে আক্রান্ত বিজেপি প্রার্থী লকেট৷ ছাপ্পা ভোট রুখতে গিয়েই আক্রমণের শিকার বলে জানিয়েছেন লকেট৷
চুঁচুড়ার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা৷ উঠল গো ব্যাক স্লোগান৷ স্থানীয় সূত্রের খবর, চুঁচুড়ার সংখ্যালঘু অধ্যুষিত ঈশ্বরভাগ এলাকার বুথে এসেছিলেন লকেট৷ সেখানে ভোটারদের লাইনে গণ্ডগোল হয়৷ লকেট যেতেই তাঁকে ঘিরে শুরু হয় বিক্ষোভ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ৷ পরে লকেটের গাড়ি ভাঙচুরও করে বলে অভিযোগ৷
আজ সকালে লকেট চট্টোপাধ্যায় বিভিন্ন বুথ পর্যবেক্ষণে যান৷ ৬৬ নম্বর বুথে যেতেই লকেটে গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃনমূলের কর্মী-সমর্থকরা৷ গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট৷ ক্ষতিগ্রস্ত হয় গাড়ির একাংশ৷ সাংবাদমাধ্যমের গাড়িতে ঢিল ছোড়া হয়৷ করা হয় ভাঙচুর৷ লকেটের উপর হামলা চালানোর মতো পরিস্থিতি ঘটতে থাকে৷ গোটা পরিস্থিতি সামাল দেন তাঁর দেহরক্ষীরা৷
লকেট চট্টোপাধ্যায় অভিযোগ, ৬৬ নম্বর বুথে বেশ কয়েকজন মহিলা ইভিএমের পাশে দাঁড়িয়ে ছাপ্পা ভোট দিচ্ছিলেন৷ কেন তাঁরা ইভিএমের পাশে দাঁড়িয়ে? প্রশ্ন করতেই হামলা করা হয় বিজেপি প্রার্থীকে৷ তাঁকে মারধর করা হয় অভিযোগ৷ গোটা ঘটনায় কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশ তাঁকে সহযোগিতা করেনি বলেও গুরুতর অভিযোগ তুলেছেন লকেট৷ অবিলম্বে ওই বুথে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি৷