ইন্দোর: পোশাক দেখে হামলাকারী চিহ্নিত করা যায় বলে নিজের মত প্রকাশ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার সেই মোদির দলের নেতা খাদ্যাভ্যাস দেখেই বলে দিলেন বাংলাদেশি অনুপ্রবেশকারী৷
পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় মধ্যপ্রদেশের ইন্দোরের সভামঞ্চে দাঁড়িয়ে অদ্ভুত এক তত্ত্ব আবিষ্কার করেছেন৷ কৈলাস তাঁর তত্ত্বে জানিয়েছেন, সম্প্রতি তাঁর বাড়িতে কিছু নির্মাণ হয়৷বিজেপি নেতার বাড়িতে কাজ কতে গিয়েছেন খেটে খাওয়া কয়েকজন নির্মাণ শ্রমিক৷ তাঁদের মধ্যে ছিলেন কিছু বাংলার শ্রেমিক৷ আর সেই শ্রমিকদের দেখেই কৈলাস বুঝে গিয়েছেন তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী৷
BJP leader Kailash Vijayvargiya says some of the labourers carrying out construction work at his house recently were likely to be Bangladeshis as they had “strange” eating habits and were consuming only 'poha' (flattened rice)
— Press Trust of India (@PTI_News) January 23, 2020
প্রশ্ন হল কীভাবে তিনি চিনলেন? তাঁর মতে, ওঁদের খাওয়াদাওয়া খুব অদ্ভুত৷ কারণ তাঁরা চিঁড়ে খাচ্ছিল৷ চিঁড়েকে হিন্দিতে পোহা বলা হয়৷ আর সেই পোহা খেতে দেখে বিজয়বর্গীয় বুঝে গিয়েছেন, তাঁরা বাংলাদেশি৷
বিজয়বর্গীয় এই মন্তব্যের পর শোরগোল পরে গিয়েছে গোটা দেশে৷ কটাক্ষ ছুড়ে দিয়েছে বাম-কংগ্রেস৷ শ্রমিকদের খাদ্যাভ্যাস দেখে বিজেপি নেতা কীভাবে বললেন তাঁরা বাংলাদেশি অনুপ্রবেশকারী? নথির বদলে কি এবার খাদ্যাভ্যাস দেখে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করবে বিজেপি? প্রশ্ন বিরোধীদের৷