ফের রক্তাক্ত ভোটমুখী বাংলা! হুগলিতে বিজেপি নেতাকে লক্ষ করে গুলি! ব্যাপক উত্তেজনা

ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে

হুগলি: বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য জুড়ে ততই বেড়ে চলেছে প্রাক-নির্বাচনী উত্তাপ। একদিকে যেমন প্রায় প্রতিদিনই রাজনৈতিক বাদানুবাদে সামিল হচ্ছেন উঁচু স্তরের নেতারা, তেমনি অপেক্ষাকৃত নীচু স্তরের রাজনৈতিক কর্মীদের মধ্যে দেখা যাচ্ছে প্রত্যক্ষ বিরোধের ছবি। উত্তেজনার এই আবহেই রক্ত ঝরতে দেখা গেল হুগলিতে। 

হুগলির চাঁপদানিতে এক রাজনৈতিক নেতাকে লক্ষ করে মঙ্গলবার গুলি ছোঁড়া হয়েছে, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। ওই ব্যক্তি গেরুয়া রাজনীতির সঙ্গে যুক্ত বলেই শোনা গেছে। গোটা ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সমস্ত অভিযোগ নস্যাৎ করেছে ঘাসফুল শিবির। বিজেপি নেতাকে গুলি করার ঘটনায় মঙ্গলবার হুগলির চাঁপদানিতে ছড়ায় ব্যাপক আতঙ্ক। 

জানা গেছে, ওই ব্যক্তির নাম প্রশান্ত রায়। তিনি চাঁপদানি পুরসভার গেরুয়া নেতা। গুলি লাগার পর গুরুতর জখম হন তিনি। আহত অবস্থাতে তাঁকে নিয়ে যাওয়া হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। সেখানেই তিনি আপাতত চিকিৎসাধীন রয়েছেন। কে বা কারা এই কাজ করল, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে নাকি ব্যক্তিগত শত্রুতা, খতিয়ে দেখতে পুরোদমে তদন্ত শুরু করেছে পুলিশ। খুব শিগগিরই সত্য সামনে আসবে বলে আশাবাদী তাঁরা। 

এই ঘটনায় স্থানীয় বিজেপির তরফ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু অভিযোগ অস্বীকার করে ঘাসফুল বাহিনী জানিয়েছে, এই ঘটনা আসলে বিজেপির গৃহযুদ্ধের ফল। বস্তুত দিন কয়েক ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে মাথা চারা দিয়ে উঠছে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব, তাতে তৃণমূলের এই অভিযোগকেও একেবারে উড়িয়ে দিচ্ছে না পুলিশ। বলা বাহুল্য, তদন্তের মাধ্যমেই সত্যি সামনে আসবে। উল্লেখ্য, রাজ্যে ভোটের আগে দীর্ঘদিন ধরেই দলীয় নেতা কর্মীদের উপর হামলার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। আইনশৃঙ্খলার বিপর্যয়ের দিকে আঙুল তুলে তাঁরা কার্যত তুলোধুনো করেছে প্রশাসনকে। এখন হুগলির নেতাকে গুলির ঘটনার জল কতদূর গড়ায়, সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =