সন্দেশখালি ভিডিয়োকাণ্ড: ‘আমার স্বর বিকৃত হয়েছে’, দাবি গঙ্গাধরের! ভয় দেখিয়ে বলানো, বললেন রেখা

সন্দেশখালি ভিডিয়োকাণ্ড: ‘আমার স্বর বিকৃত হয়েছে’, দাবি গঙ্গাধরের! ভয় দেখিয়ে বলানো, বললেন রেখা

কলকাতা: সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ ওই ভিডিয়োতে বিস্ফোরক দাবি করেন সন্দেশখালির দু’নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল৷ তাঁকে বলতে শোনা যায়, সন্দেশখালিতে কোনও ধর্ষণের ঘটনাই ঘটেনি৷ সবটাই পরিকল্পিত৷ ব্রেন ওয়াশ করা হয়েছিল৷ টাকা ও মোবাইল দিয়ে সাহায্য করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ ওই ভিডিয়োতে যে তিনিই ছিলেন, তা স্বীকার করে নিলেন গঙ্গাধর৷ তবে তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে ‘চক্রান্ত এবং ষড়যন্ত্র’ করেই ভিডিয়োটি বানানো হয়েছে। ‘হাই টেকনোলজি’র মাধ্যমে তাঁর কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে৷ 

কী ভাবে এতদিন ধরে আন্দোলন চলছে? এই প্রশ্নের জবাবে গঙ্গাধর বলেন, ‘‘তিনটে ছেলে এ দিক ও দিক যাচ্ছে, গোটাটা দেখছে। শুভেন্দুর আমাদের উপরে আস্থা আছে। এই আন্দোলনকে থামানোর ক্ষমতা নেই কারও। শুভেন্দু এক বার ঘুরে গিয়েছে, তাতেই আন্দোলন এখনও দাঁড়িয়ে রয়েছে।’’ এর পর প্রশ্নকর্তা তাঁকে বলেন, ‘‘শুভেন্দুদা তাঁর লোকদের দিয়ে টাকা পাঠালেন, মোবাইল পাঠালেন। সবরকমভাবে সহায়তা করছেন। খালি হাতে তো কিছু হয় না?’’ উত্তরে গঙ্গাধর বলেন, ‘‘না। খালি হাতে কিছু হবে না।’’ এই ভিডিয়োর সত্যতা আজবিকেল.কম যাচাই করেনি৷ 

এদিকে, সন্দেশখালির আন্দোলনের মুখ তথা বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দাবি, ‘‘ভয় দেখিয়ে গঙ্গাধরকে দিয়ে এ কথা বলানো হয়েছে। যা শোনা যাচ্ছে সেটা সত্য নয়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *