কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে সকাল থেকেই রক্তাক্ত গ্রাম বাংলা৷ দফায় দফায় উঠে এসেছে হিংসার খবর৷ ভোটের বারবেলায় আরও এক কাণ্ড ঘটে গেল৷ তাও আবার রাজ্য নির্বাচন কমিশনের দফতরে৷ শনিবার দুপুরে দলের পতাকা হাতে ক্যামাক স্ট্রিটের অফিসে আচমকাই ঢুকে পড়েন বিজেপি যুবমোর্চার এক নেতা৷ নাম রাকবীর সিং। শুধু তাই নয়, পুলিশের চোখে ধুলো দিয়ে, নিরাপত্তার বেড়াজা টপকে তিনি সোজা উঠে যায় কমিশনের দোতলায়! ওই ফ্লোরেই বসেন খোদ রাদ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
এই ঘটনাকে কেন্দ্র করে কমিশনের দফতরে তুলকালাম কাণ্ড বাধে৷ হইহই পড়ে যায়৷ যদিও শেষ পর্যন্ত রাজীব সিনহার ঘরে ঢুকতে পারেননি রাকবীর। দরজার বাইরে থেকেই তাঁকে ধরে ফেলে পুলিশ৷ সঙ্গে সঙ্গে সিঁড়ির উপ বসে পড়েন তিনি৷ রীতিমতো বাধা দেওয়ার চেষ্টা করে৷ শেষমেশ চ্যাংদোলা করে টানতে টানতে নীচে নমিয়ে আনা হয় তাঁকে৷ সেই সময় মুখে ‘ভারত মাতাকি জয়’ বলে স্লোগানও দিতে থাকেন তিনি।