কলকাতা: দুই পুত্র আগেই তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন। এবার কি সেই পথেই হাঁটবেন পিতাও? তৃণমূলের প্রাক্তন বিধায়ক মন্ত্রী ও মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর মতো এবার তাঁর বাবা শিশির অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা বাড়ালেন খোদ মুকুল রায়৷
মঙ্গলবার দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হল শুভেন্দু-পিতা শিশির অধিকারীকে। মেদিনীপুরের অধিকারী পরিবার নিয়ে একেরপর এক কড়া সিদ্ধান্ত নিয়ে চলেছে রাজ্য সরকার। তারই নবতম সংযোজন শিশির অধিকারীর অপসারণ। এর আগে কাঁদি পুরসভার প্রশাসক পদে থেকে সরিয়ে দেওয়া হয় শিশির-পুত্র ও শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে। তার পদ থেকে অপসারণের পরেই দাদার মতো তিনিও যোগ দেন বিজেপিতে৷
এবার দুই পুত্রের পথে হেঁটে শিশির অধিকারীও কি গেরুয়া শিবিরেই যোগ দেবেন? উঠছে প্রশ্ন। এই নিয়ে মঙ্গলবার তৃণমূলকে ‘পারিবারিক রাজনৈতিক দল’ বলে কটাক্ষ করে মুকুল রায় জানিয়েছেন, ‘‘ওরা ওদের মতো সিদ্ধান্ত নিয়েছে৷ এ নিয়ে আমার কোনও মন্তব্য না করাই ভালো।’’ শিশির অধিকারীর বিজেপি যোগদানের জল্পনায় তিনি বলেন, ‘‘ওনার দুই পুত্রই আমাদের সঙ্গে রয়েছে। ওনার আসাটা শুধুই সময়ের অপেক্ষা৷’’ বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষ্যে কলকাতার সিমলা স্ট্রিটের একটি অনুষ্ঠানে এদিন বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, ‘‘তৃণমূলের ধ্বংসের শুরু হয়েছে গিয়েছে অনেকদিন আগেই। ওদের অভ্যন্তরীন সিদ্ধান্তই দলটার ভাঙনের অন্যতম কারণ হবে। আর আমার মতে বিজেপির দরজা সবার জন্যই খোলা। কারণ এটা কোনও পারিবারিক দল নয়। এটা জনগনের দল। এখানে সবাই আসতে পারেন।’’