চব্বিশের লোকসভা নির্বাচনে ৪০০ আসনে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি

চব্বিশের লোকসভা নির্বাচনে ৪০০ আসনে জয়ের স্বপ্ন দেখছে বিজেপি

bjp

bjp

নিজস্ব প্রতিনিধি: তিনটি রাজ্যে বিপুল সাফল্যের পর এবার বিজেপির লক্ষ্য চব্বিশের লোকসভা নির্বাচনে চারশো আসনের গণ্ডি অতিক্রম করা। যে ঘটনা দেশে একবারই মাত্র ঘটেছিল। সে কৃতিত্ব এবার স্পর্শ করতে চায় বিজেপি। উল্লেখ্য ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে দেশজুড়ে যে প্রবল উন্মাদনা হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এর প্রভাব লোকসভা নির্বাচনে যে পড়বে, তা নিয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। 

১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সহানুভূতি হাওয়ায় ভর করে লোকসভা নির্বাচনে কংগ্রেস চারশো আসনের গণ্ডি পেরিয়ে যায়। এরপর আর কোনও  রাজনৈতিক দলই চারশোর গণ্ডি পেরোতে পারেনি। তবে বিজেপি মনে করছে চব্বিশের মেগা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বে সেই লক্ষ্যপূরণ সম্ভব হবে। কি কারণে বিষয়টি নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি? ঘটনা হল ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়, এই তিনটি রাজ্যেই বিজেপিকে হারিয়ে জয় পেয়েছিল কংগ্রেস। এমনকী সেই বছরের বিধানসভা নির্বাচনে কর্ণাটকেও কংগ্রেস-জেডিএস জোটের কাছে ক্ষমতা হারায় বিজেপি। কিন্তু সবাইকে অবাক করে তার এক বছর পর, অর্থাৎ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাজ্যগুলিতে থাকা প্রায় সমস্ত আসনেই জয় পেয়েছিল বিজেপি। রাজস্থানে কংগ্রেস শূন্য হয়ে গিয়েছিল। আর ছত্তিশগড়, কর্ণাটক ও মধ্যপ্রদেশ মিলিয়ে কংগ্রেস মাত্র চারটি আসন পায়। সেই জায়গা থেকে এবার বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেল বিজেপি। তাই বিজেপি নেতৃত্ব নিশ্চিত নরেন্দ্র মোদির নেতৃত্ব ও উন্নয়ন যজ্ঞে মানুষ আরও বেশি করে সাড়া দিচ্ছেন। সেই সূত্রেই বিজেপি চব্বিশের মেগা নির্বাচনে চারশোর গণ্ডি একাই পেরিয়ে যাবে বলে গেরুয়া শিবিরের আশা। এখন থেকেই সেই লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ার জন্য ‘ব্লু প্রিন্ট’ তৈরি করছেন শীর্ষ নেতৃত্ব।

গত লোকসভা নির্বাচনে বিজেপি একাই তিনশোর গণ্ডি পেরিয়ে গিয়েছিল। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর রাম মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ হয়েছে। নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাৎক্ষণিক  তিন তালাক প্রথা। সূত্রের খবর, এবার বিজেপির টার্গেট চব্বিশের লোকসভায় বিপুল আসনে জিতে দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করা। যে প্রক্রিয়া ইতিমধ্যেই একাধিক রাজ্যে শুরু হয়ে গিয়েছে। সবমিলিয়ে হিন্দি বলয়ে কংগ্রেসকে মুছে দেওয়ার পর বিজেপির লক্ষ্য লোকসভা ৪০০ আসন পার করা। এখনও পর্যন্ত ‘ইন্ডিয়া’ জোটের আসন রফা হয়নি। বিরোধী দলগুলি কে কোন রাজ্যে কটা আসনে লড়বে তা কার্যত বিশবাঁও জলে। বলা যায় বিরোধীরা ছন্নছাড়া হয়ে গিয়েছে। আর বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় দল কংগ্রেস যেভাবে তিনটি রাজ্যে ধরাশায়ী হয়েছে, তাতে বিজেপি নিশ্চিত আসন্ন লোকসভা নির্বাচনে তাদের ফল আরও ভাল হবে। আর সূত্রেই এবার ৪০০ আসনের স্বপ্ন দেখছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 7 =