গ্রেফতার শাহজাহান, শুভেন্দু বললেন, ‘পিকচার আভি বাকি হ্যায়’, আন্দোলনের ইঙ্গিত

গ্রেফতার শাহজাহান, শুভেন্দু বললেন, ‘পিকচার আভি বাকি হ্যায়’, আন্দোলনের ইঙ্গিত

Shahjahan

কলকাতা: আদালতের নির্দেশে বৃহস্পতিবার ফের সন্দেশখালিতে পা রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগণার এই ছোট্ট দ্বীপে পৌঁছনোর আগেই তাঁর কাছে চলে এসেছিল শাহজাহানের গ্রেফতারির খবর৷ যদিও ‘বাঘ বন্দি’ হওয়ার ঘটনাকে ‘গ্রেফতার’ বলে মানতে নারাজ শুভেন্দু। সন্দেশখালি যাওয়ার পথে নন্দিগ্রামের বিজেপি বিধায়ক বলেন, ‘‘এটা গ্রেফতার নয়, মিউচ্যুয়াল অ্যাডজাস্টমেন্ট। রাজকীয় ভাবে জেলে থাকবেন শাহজাহান। মোবাইল ফোনেই গোটা এলাকা কন্ট্রোল করবেন।’’ তবে বিজেপি যে সন্দেশখালিকে কেন্দ্র করে আন্দোলন চালিয়ে যাবে, সেকথা বুঝিয়ে দেন বিরোধী দলনেতা৷ শুভেন্দু বলেন, ‘‘পিকচার আভি বাকি হ্যায়।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 1 =