কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরোত্তর বেড়ে চলেছে রাজনৈতিক উন্মাদনা। দফায় দফায় বিভিন্ন প্রান্ত থেকে আসছে অশান্তির খবর। কখনো গেরুয়া শিবিরের দিকে আঙুল তুলছে তৃণমূল আবার কখনো ঘাসফুল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ আনছে বিজেপি। দ্বিতীয় দফার নির্বাচনের আগে এবার আলাদা মাত্রা পেল এই রাজনৈতিক চাপানউতোর। তৃণমূলের বিরুদ্ধে গুচ্ছের নালিশ এবং উদ্বেগ নিয়ে ফের কমিশনের দ্বারস্থ হল বিজেপি।
ভোটের আবহে গেরুয়া শিবিরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াকে মাধ্যম হিসেবে ব্যবহার করে দেদার অপপ্রচার চালানো হচ্ছে, এদিন কমিশনের দফতরে গিয়ে এমনটাই জানিয়েছেন বিজেপিবিজেপি নেতা শিশির বাজোরিয়া। তাঁর এবং মুকুল রায়ের একটি ফোন কলের অডিওই সম্প্রতি ভাইরাল হয়েছে। তৃণমূলের তরফে ওই অডিও বার্তাকে সত্যি বলে দাবি করা হলেও এদিন তা নাকচ করেছেন শিশির বাজোরিয়া। তিনি বলেন, “কিছু ফোন কলের ভুয়ো অডিও সামনে আসছে, যেখানে বিজেপি নাকি নিজেদের মধ্যে কথা বলছে যে আমরা হেরে গেছি।” প্রায় অনুরূপ বক্তব্যসহ দিলীপ ঘোষের লেখা একটি মিথ্যা চিঠিও নাকি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্যুইটারকেই এ ব্যাপারে প্রধান মাধ্যম বলে জানিয়েছেন তিনি। ভোটের আগে এই ধরণের অপপ্রচারের তীব্র বিরোধিতা করেছে গেরুয়া শিবির। তাঁদের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এ ব্যাপারে অভিযোগও জানিয়েছেন। এমনকি করা হয়েছে ফৌজদারি মামলাও। পুরো বিষয়ে অভিযোগের আঙুল তৃণমূলের দিকেই, জানিয়েছেন শিশির বাজোরিয়া।
এদিনের বিজেপির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গেরুয়া নেতা অর্জুন সিংও। তাঁর এলাকা ভাটপাড়ায় গতকালই বড়সড় বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, “ব্যারাকপুরে প্রতিদিনই কোথাও না কোথাও বোমা গুলি চলছে, কিন্তু পুলিশ দর্শকের ভূমিকা নিয়েছে।” গতকালের বোমা বিস্ফোরণে থানা লাগোয়া তিনটি বাড়ি উড়ে গেছে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বলেছেন, “তৃণমূলের গুণ্ডারা দুটো বডি নিয়ে পালিয়েছে। নুর জামাল আর পিকে নামের দুজন বোম ফেলেছিল। বডি দুটোকে হাপিশ করে দেবে তৃণমূল।” কমিশনের দফতরে বিজেপির এই নালিশ দ্বিতীয় দফা নির্বাচনের আগে আরো সরগরম করে দিয়েছে রাজ্য রাজনীতিকে।