কলকাতা: ফের একবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নালিশ জানাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবার বিজেপি নেতা শিশির বাজোরিয়া ও সাংসদ অর্জুন সিং-এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ভোটের আগে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিজেপি।
১ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। ভোটগ্রহণ হবে রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে। ২০০৭ সালে যে মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান, যে মাটি আঁকড়ে আন্দোলন চালিয়ে ৩৪ বছরের বাম আমলের সমাপ্তি ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গড়ে তোলেন, সেই নন্দীগ্রামের মাটিতেই এবার রাজ্য বাঁচানোর অগ্নিপরীক্ষা মমতার। আগামী ১ এপ্রিল নন্দীগ্রামে ভোট, তাই তিনদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের আশেপাশে করছেন সভা ও রোড শো। এর মধ্যেই সাধারণ মানুষকে হুমকি ও ধমক দেওয়ার অভিযোগে মমতার নামে নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি। বিজেপি নেতা শিশির বাজোরিয়া জানান, “কেন্দ্রীয় বাহিনী চলে গেলে এখানে একমাত্র আমরাই থাকব বলে গতকাল তৃণমূল নেত্রী যে মন্তব্য করেছেন সেটা আসলে সাধারণ মানুষকে হুমকি দেওয়ার সামিল।”
তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ভুয়ো চিঠি সামাজিক গণমাধ্যমে প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিশির বাজোরিয়া। এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারে বিজেপি, এমনটাই খবর সূত্রে। ভারতীয় জনতা পার্টির আরও অভিযোগ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাণ্ডবলীলা চালিয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে লিখিতভাবে এই অভিযোগগুলি করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে বিজেপির প্রতিনিধিদল।