৪২ আসনে প্রায় ১৭ লক্ষ ‘ভুয়ো ভোটার’! ২৪টি ব্যাগ তথ্য ভরে কমিশনে শুভেন্দু

৪২ আসনে প্রায় ১৭ লক্ষ ‘ভুয়ো ভোটার’! ২৪টি ব্যাগ তথ্য ভরে কমিশনে শুভেন্দু

voter list

কলকাতা: গত ২৫ জানুয়ারি লোকসভা নির্বাচনের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে  নির্বাচন কমিশন৷ সেই তালিকায় প্রায় ১৭ লক্ষ ‘ভুয়ো’ ভোটের রয়েছে বলে দাবি করল বিজেপি। কোন কোন নামের ভোটারের অস্তিত্বই নেই, অথচ নাম রয়েছে তালিকায়৷ বুধবার কমিশনের মুখ্য আধিকারিকের কাছে গিয়ে সেই সকল ভুয়ো নামের তালিকা জমা করল রাজ্য বিজেপি। একই ভোটারের নাম একাধিকবার তালিকায় রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, মোট ‘ভুয়ো ভোটার’-এর সংখ্যা ১৬,৯১,১৩২। বুধবার ২৪টি ব্যাগে করে ‘ভুয়ো ভোটার’-দের নামের তালিকা কমিশনের দফতরে জমা দিয়েছে বিজেপি৷ কমিশনকে দেওয়া ওই স্মারকলিপিতে এও বলা হয়েছে যে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের থেকে ১৭ লাখ ভোট কম পেয়েছিল। যা এই ভুয়ো ভোটারের সংখ্যার সমান৷ 

বুধবার কমিশন দফতরে অভিযোগ জানাতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের দুই নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া। কমিশন দফতর থেকে বেরিয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘আমরা রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে থাকা ভুয়ো ভোটারের নাম জানিয়ে ১৪,২৬৭ পাতার তালিকা জমা দিয়েছি। পেন ড্রাইভে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 6 =