বর্ধমান: একদিনের ঝটিকা রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জয়প্রকাশ নাড্ডা। বর্ধমানের কাটোয়ার সভার পর তিনি একটি সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন শক্ত বাক-বন্ধনে। এদিন এই সাংবাদিক বৈঠকে উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, কোনো রাজ্যে ততক্ষণ উন্নতি সম্ভব নয় যতক্ষন না অব্দি সেখানে সুশাসন ফিরে আসবে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘‘বাংলায় দুর্নীতি চলে এবং এই রাজ্যে কাটমানির সংস্কৃতিতে পরিণত করেছে তৃণমূল৷ কাটমানি, দুর্নীতি, তোষণ কি বাংলার সংস্কৃতি?’’
এছাড়াও রাজ্যে বিজেপি কর্মীদের দুরবস্থার কথা উল্লেখ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, রাজ্যে প্রায় ৩০০ বিজেপি কর্মী খুন হয়েছে৷ এখানে একদিনে ৭ বিজেপি কর্মী খুনের নিদর্শনও রয়েছে। তিনি এই বৈঠকে এও উল্লেখ করেন, রাজ্যের মানুষ এতদিন আতঙ্কে ছিল, যা এখন একটু একটু স্তিমিত হয়েছে বিজেপির আগমনে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে নাড্ডা বলেন, ‘রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গিয়েছে, যে কারণে রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য ভিন রাজ্যে ছুটতে হয়৷’ এই বিষয়ে আসার আলো দেখিয়ে তিনি বলেন, ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মোদীজির হাত ধরে স্বাস্থ্য খাতে বিপুল বিনিয়োগ করা হবে, যাতে করে এ রাজ্যের কোনও মানুষকে আর ভিন রাজ্যে না ছুটে যেতে হয় চিকিৎসার খাতিরে৷’
এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যে মৎস্যজীবীদের বেহাল অবস্থার কথা উল্লেখ করে বলেন, ‘রাজ্যের মৎস্যজীবীরা অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মত রাজ্যে ছুটে যান মাছের বাজারে ভালো দাম পাওয়ার জন্য।’ এই বিষয়েও বিজেপি কিছুটা উন্নতি করবে বলে তিনি আশাবাদী। এসবের পাশাপাশি এদিন নাড্ডা বাংলায় কৃষকদের খারাপ অবস্থার কথা উল্লেখ করে বলেন যে কৃষকদের এই অবস্থার জন্য একমাত্র দায়ী রাজ্য সরকার। তিনি এও বলেন যে বাংলার কৃষকদের ভুল বুঝিয়ে বঞ্চিত করা হয়েছে বিভিন্ন প্রকল্প থেকে। এদিন এই সাংবাদিক বৈঠকেও তিনি আগামী দিনে বাংলায় ‘কিষান সম্মাননিধি’ প্রকল্প চালুর কথা উল্লেখ করেন।