চেন্নাই: জনপ্রিয় অভিনেতা তথা মাক্কাল নিধি মাইয়াম দলের প্রধান কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করল বিজেপি। শ্রুতি বুথে অনধিকার প্রবেশ করেছে বলে অভিযোগ করে বিজেপি৷ যদিও কোয়াম্বাটুর দক্ষিণে প্রার্থী তথা বাবা কমল হাসানের সঙ্গেই বুথে ঢুকেছিলেন মেয়ে শ্রুতি হাসান।
মঙ্গলবারই তামিলনাড়ুর ৩৮ জেলায় ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। সেখানে একদফাতেই ভোটগ্রহণ হয়েছে৷ নির্বাচনের দিন সকাল সকাল দুই মেয়ে শ্রুতি ও আকসরাকে নিয়ে ভোট দিতে যান কমল। কমল হাসানের দল মাক্কাল নিধি মাইয়াম এই নির্বাচনে ১৪২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রবীণ অভিনেতা কমল হাসান নিজেই দক্ষিণ কোয়েম্বাটুর থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। অভিনেতা কমল হাসানের বিরুদ্ধে এই আসন থেকে বিজেপি মহিলা মোর্চার নেত্রী ভানাথি শ্রীনিবাসনকে মাঠে নামিয়েছে৷
চেন্নাইয়ে নিজেদের ভোট দিয়ে কোয়াম্বাটুরে যান প্রার্থী কমল হাসান। ভোটগ্রহণ চলাকালীন কোয়াম্বাটুরে গিয়ে কমল হাসান অভিযোগ করেন, তামিলনাড়ুতে ভোটে জিততে বিজেপি নাকি ভোটারদের প্রভাবিত করতে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এরপরই বুধবার কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। জেলার নির্বাচন আধিকারিককে চিঠি লিখে অনধিকার ভাবে ভোটকেন্দ্রে ঢোকার অভিযোগে অভিনেত্রী শ্রুতি হাসানের বিরুদ্ধে অপরাধমূলক ব্যবস্থা নিতে আর্জি জানানো হয় বিজেপির তরফে৷
বিজেপির তরফে নির্বাচন কমিশনে এবং জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানান কোয়াম্বাটুরে দলের জেলা সভাপতি নন্দকুমার এবং বিজেপির মহিলা মোর্চা নেত্রী তথা দক্ষিণ কোয়াম্বাটুরের বিজেপির প্রার্থী ভানাথি শ্রীনিবাসন। তাঁদের স্পষ্ট বক্তব্য, বুথে কেবলমাত্র বুথ এজেন্টরাই ঢুকতে পারেন। প্রার্থী হিসেবে সেখানে কমল নিজে বুথে ঢুকতেই পারেন। তবে যেহেতু শ্রুতি সেখানকার ভোটার নন বা তিনি প্রার্থী বা এজেন্ট নন, তাঁর সেখানে প্রবেশাধিকার থাকার কথা নয়। বিজেপির তরফে আরও বলা হয়, তামিল রাজনীতিতে কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছেন কমল হাসান। উল্লেখ্য, দিন কয়েক আগে বাবার সঙ্গে প্রচারে গিয়ে নেচে ফাটিয়ে দিয়েছিলেন কমল হাসানের মেয়ে আকসরা হাসান৷