বিস্ফোরক অভিযোগ তুলে ফলতায় বিজেপি প্রার্থীর উপর হামলা, গাড়ি ভাঙুচুর

বিস্ফোরক অভিযোগ তুলে ফলতায় বিজেপি প্রার্থীর উপর হামলা, গাড়ি ভাঙুচুর

ee52537372cee7d49c844408a137303e

ফলতা: ফলতা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিধান পারুইয়ের গাড়ি ভাঙচুর৷ গাড়ি ঘিরে বিক্ষোভ৷ ব্যাপক উত্তেজনা এলাকায়৷ 

আরও পড়ুন-তৃণমূল প্রার্থীকে বেধড়ক মারধর! উত্তপ্ত খানাকুল, অভিযুক্ত বিজেপি

প্রসঙ্গত, আজ সকাল থেকেই বুথে বুথে ঘুরছিলেন বিধান পারুই৷ সেই সময়েই উত্তেজনা ছড়ায়৷ বিধান পারুই বুথ থেকে বেরনোর সময়েই স্থানীয় বাসিন্দা ও তৃণমূলের কর্মীরা স্লোগানিং শুরু করে৷ বিজেপি দূর হাঠো বলে স্লোগান তোলেন তাঁরা৷ উল্লেখ্য, এখানেই ভাঙা হয়েছিল তৃণমূলের ক্যাম্প৷ উত্তেজনার মাঝে বিধান পারুই তাঁর গাড়িতে উঠতে গেলে তাঁর পথ আটকানো হয়৷ তাঁর গাড়ির সামনে বসে পড়ে শুরু হয় বিক্ষোভ৷ রাস্তা অবরোধ করে চলে স্লোগান৷ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও তাঁর গাড়িতে ভাঙুর চালানো হয়৷ তৃণমূলের মহিলা সমর্থকরা তাঁর গাড়ি আটকে রাস্তার উপর বসে পড়েন৷ গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইঁট৷ 

আরও পড়ুন- তৃণমূলের ভোট যাচ্ছে বিজেপি’তে, বিস্ফোরক অভিযোগ সুজাতার

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সামনেই চলে তুমুল বিক্ষোভ৷ ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূলের সমর্থকরা৷ পরে অবশ্য কেন্দ্রীয় বাহিনী ও তাঁর নিরাপত্তাবাহিনীর মদতে সেখান থেকে বেরিয়ে যান বিধান পারুই৷ স্থানীয় মানুষের অভিযোগ, ভোটের লাইনে দাঁড়ানো মহিলাদের প্রকাশ্যে বিজেপি’কে ভোট দেওয়ার কথা বলেছেন তিনি৷ এমনকী, ভোট না দিলে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন৷ গ্রামেও গিয়েছিলেন বিধান পারুই৷ সেখানে গিয়ে তিনি বলেন, বিজেপি’কে ভোট না দিলে মারধর করতে৷ তার পর থেকেই সিআরপিএফ অত্যাচার চালাচ্ছে৷ মহিলাদের মারধর করা হচ্ছে৷ 

এপ্রসঙ্গে বিধান পারুই বলেন, সমস্ত মস্তান বাহিনীকে  জড়ো করে রাখা হয়েছিল৷ ১৪৪ ধারা, নির্বাচনী বিধি কিছুই মানা হচ্ছে না৷ করোনা পরিস্থিতিতে কী ভাবে ভোট হচ্ছে দেখতে গিয়েছিলাম৷ সেই সময় পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *