কেশপুর: বিজেপির মহিলা পোলিং এজেন্টের উপর হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত হয়েছিল কেশপুর। এবার সেখানের বিজেপি প্রার্থীর গাড়ির ওপর লোহার রড, বাঁশ এবং ইট দিয়ে হামলা করা হল। আক্রান্ত হল সংবাদমাধ্যম, ভাঙচুর করা হলো গাড়িও! সবমিলিয়ে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে কেশপুর। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, জঙ্গল রাজ চলছে বাংলায়।
বিজেপি প্রার্থীর হামলার প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, তাঁর সঙ্গে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এবং এই ধরনের ঘটনার অভিজ্ঞতা তাঁর রয়েছে। তবে এই জিনিস চলবে ২ মে পর্যন্ত, তারপর মমতা ‘বেগম’ আর কিছু করতে পারবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানোর পর তৃণমূল কংগ্রেস এবং কর্মী-সমর্থকরা তা ভাঙচুর করে বলে অভিযোগ এবং একইসঙ্গে প্রার্থীর বাড়ি তাড়া করে আক্রমণ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ উঠছে। পাশাপাশি সংবাদমাধ্যমের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে কিছুক্ষণ আগেই, কেশপুর বিধানসভা কেন্দ্রের ১৭৩ নম্বর বুথের বিজেপির মহিলা পোলিং এজেন্টের উপর আক্রমণ করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের উপর। অভিযোগ করা হয়েছে, স্থানীয় বিজেপি নেতা তন্ময় ঘোষের গাড়ি করে যখন ১৭৩ নম্বর বুথের দিকে যাচ্ছিলেন ওই মহিলা পোলিং এজেন্ট, ঠিক তখনই এক দল তৃণমূল কর্মী ওই গাড়ির ওপর ইট বৃষ্টি শুরু করে। কোনোরকমে রক্ষা পান বিজেপির মহিলা পোলিং এজেন্ট। আহত অবস্থায় তাকে তড়িঘড়ি কাছে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কার্যত চুরমার করে দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি নেতা তন্ময় ঘোষের স্করপিও গাড়িটি। তিনি জানিয়েছেন, “তৃণমূল সন্ত্রাস ছড়াচ্ছে। তারা শান্ত ও অবাধ নির্বাচন চায় না। কেন্দ্রীয় বাহিনীও নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে আছে।” তবে ওই পোলিং এজেন্ট আর বিজেপি প্রার্থী এখন কেমন আছেন তা জানা যায়নি।