আক্রান্ত হতেই Y+ নিরাপত্তা পেলেন BJP প্রার্থী অশোক দিন্দার, সঙ্গী হবে ২০ জওয়ান

আক্রান্ত হতেই Y+ নিরাপত্তা পেলেন BJP প্রার্থী অশোক দিন্দার, সঙ্গী হবে ২০ জওয়ান

 

ময়না: নিরাপত্তা বাড়ছে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দার। আজ থেকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। মঙ্গলবার অশোক দিন্দার গাড়িতে হামলার পরেই জোরদার হচ্ছে তার নিরাপত্তা। ময়না কেন্দ্রের বিজেপি প্রার্থীকে এবার সর্বক্ষণ ঘিরে থাকবে ২০ জন সিআরপিএফ।

মঙ্গলবার গুরুতর আহত হয়েছেন বিজেপির প্রার্থী অশোক দিন্দা। অভিযোগ, মঙ্গলবার যখন প্রচার শেষে বাড়ি ফিরছিলেন অশোক, সেই সময় স্থানীয় এক বাজারে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের রোড শো চলছিল। তা দেখে বিজেপি প্রার্থীর গাড়ি সাইডে দাঁড়িয়ে গেলেও তৃণমূল কর্মীরা প্রাক্তন ক্রিকেটারের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি করে। ভয়ংকরভাবে ভেঙে যায় অশোকের গাড়ির কাঁচ। গুরুতর আঘাত লাগে তার ঘাড়ে ও পিঠে। আহত হয়েছেন তার ভাইও। অশোকের সঙ্গে থাকা এক বিজেপি কর্মীর মাথাতেও গুরুতর আঘাত লাগে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোনওরকমে গাড়ির সিটের নিচে ঢুকে গিয়ে প্রাণ বাঁচান প্রাক্তন ক্রিকেটার। এর পরেই তিনি স্থানীয় বিডিও অফিসে গিয়ে আশ্রয় নেন বলে জানিয়েছেন ময়নার বিজেপি প্রার্থী। বলা বাহুল্য, বিজেপির এই অভিযোগ একেবারেই অস্বীকার করেছে তৃণমূল। জেলা প্রশাসনের কাছে এই হামলার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। হামলার পরেই বাড়িয়ে দেওয়া হল অশোক দিন্দার নিরাপত্তা। ২০ জন সিআরপিএফ এর পাশাপাশি এবার থেকে তিনি হোম প্রটেকশন ও ক্লোজ প্রটেকশন টিমও পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =