সায়নীর নামে আপত্তিকর পোস্ট! গলসিতে গ্রেফতার অভিযুক্ত বিজেপির প্রার্থী

সায়নীর নামে আপত্তিকর পোস্ট! গলসিতে গ্রেফতার অভিযুক্ত বিজেপির প্রার্থী

গলসি: যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষের নামে নেটপাড়ায় আপত্তিকর  পোস্ট৷ সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার বিজেপির পঞ্চায়েত প্রার্থী সঞ্জয় হালদার। ধৃত বিজেপি প্রার্থীর বাড়ি পূর্ব বর্ধমানের গলসির আদ্রাহাটি এলাকায়। পঞ্চায়েত ভোটে আদ্রাহাটি থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন তিনি। গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে গলসি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়েছে৷ শুরু হয়েছে তদন্ত৷ 

শুক্রবার সঞ্জয়কে আদালতে তোলা হয়। বর্ধমান আদালতে ছিল শুনানি৷ সওয়াল-জবাব চলার সময় বিজেপি প্রার্থীর আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে৷ বিজেপি প্রার্থীর জামিনের জন্যেও আবেদন করা হয়। কিন্তু তাঁর জামিনের বিরোধিতা করে সরকার পক্ষের আইনজীবী৷ তাঁর যুক্তি, সঞ্জয়কে জামিন দেওয়া হলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, অশান্তি হতে পারে। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক ২৭ তারিখ পর্যন্ত সঞ্জয় হালদারকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ওইদিন ফের আদালতে তোলা হবে তাঁকে।

এদিকে ভোটের আগে বিজেপি প্রার্থীর গ্রেফতারিতে জেলার রাজনীতিতে শোরগোল পড়েছে। পঞ্চায়েত ভোটের মুখেই এই গ্রেফতারির ঘটনায় শাসক শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি প্রার্থীকে হেনস্থা করতে এবং ভোটের প্রচার থেকে আটকাতেই এই পদক্ষেপ বলে দাবি বিরোধীদের। প্রশাসনের সাহায্য নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও বিস্ফোরক পদ্মশিবির৷ 


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × four =