নীলবাড়ি দখলে পঞ্চরথ ছোটাবে বিজেপি! পাল্টা কটাক্ষ ফিরহাদের

নীলবাড়ি দখলে পঞ্চরথ ছোটাবে বিজেপি! পাল্টা কটাক্ষ ফিরহাদের

 

কলকাতা: একুশের নির্বাচনকে পাখির চোখ করে ফের রাজ্যে আসছেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ জানা গিয়েছে, ভোটের আগে পরিবর্তন ব়্যালি করবে বিজেপি৷ আইসিসিআর-এ বৈঠকের পর ঘোষণা দিলীপ ঘোষের৷ এই ব়্যালি নিয়ে পাল্টা কটাক্ষ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, ব়্যালিই হবে, পরিবর্তন হবে না৷ কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়৷ 

আরও পড়ুন- ভোটার তালিকায় এখনও ‘জীবিত’ হাজার-হাজার মৃত ভোটারের নাম! উঠছে গুরুতর অভিযোগ

এদিন দিলীপ ঘোষ বলেন, ভোটের আগে জনসম্পর্কের জন্য কোনও না কোনও যাত্রা করা হয়ে থাকে৷ বিজেপি’ও তেমনই যাত্রা করবে৷ তবে কবে এই যাত্রা হবে তা এখনও ঠিক হয়নি৷ দু’বছর আগে গণতন্ত্র বাঁচাও ব়্যালি করা হয়েছিল৷ সেই সময় রাজ্য সরকার তাতে বাধা দেয়৷ কিন্তু এটা ভাতবর্ষের দস্তুর৷ বিহারেও লালুপ্রসাদ যাদবের ছেলে এমন যাত্রা করেছিলেন৷ ভারত যতদিন থাকবে রথও ততদিন চলবে৷ বিজেপির পরিকল্পনা, বাংলার ২৯৪টা বিধানসভা কেন্দ্র স্পর্শ করে টানা ২৫ দিন ধরে ছুটবে রথ৷ রাজ্যস্তরের নেতারা থাকবেন সেই রথে৷ বঙ্গ বিজেপির ৫টি সাংগঠনিক জোনে রথ যাবে৷ তারপর হবে মেগা সমাবেশ৷ যদিও এর আগে লোকসভা নির্বাচন পর্বে রথযাত্রার কর্মসূচি নিয়েছিল বিজেপি৷ ২০১৮ সালের ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’ নামে সেই রথযাত্রা আইন-শৃঙ্কলার কারণে শেষ মুহূর্তে তা ভেস্তে যায়৷  বিজেপি’র ব়্যালি নিয়ে পাল্টা সুর চড়ান ফিরহাদ হাকিম৷ তিনি বলেন, জেপি নাড্ডা যতই পরিবর্তন ব়্যালি করুক, তাতে লাভ নেই৷ শুধু ব়্যালিই হবে, পরিবর্তনটা হবে না৷ 

আরও পড়ুন- ‘বিজেপিতে কাজ করতে পারব না’, তৃণমূলে ফিরে বিস্ফোরক ‘শুভেন্দু ঘনিষ্ঠ’ নেতা

এদিকে, আগামীকাল ডায়মন্ড হারবারে যাচ্ছেন শোভন চট্টোপাধ্যায়৷ এ প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডায়মন্ডহারবারকে যুবরাজ তাঁর নিজের রাজত্ব বলে মনে করেন৷ সকলে মিলে ওটা যুবরাজের রাজত্ব করে ফেলেছে৷ ওই ডায়মন্ডহারবারেই আমাদের সর্বভারতীয় সভাপতির উপর হামলা হয়েছিল৷ আগামীকাল ওখানে গিয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়ে আসব৷’’ তিনি আরও বলেন, শোভন চট্টোপাধ্যায় নিজের কাঁধে দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়কে জিতিয়েছিলেন৷ নিজের হাতে গড়ে দেওয়া সেই গড় ভাঙতে শোভন চট্টোপাধ্যায় ডায়মন্ড হারবারে যাচ্ছেন৷ তাঁর সঙ্গে থাকবেন বৈশাখীও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − nineteen =