তারুণ্যে ভর করেই কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল BJP

তারুণ্যে ভর করেই কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল BJP

f9ab730eb13fc1cfcaf72c85cfd51583

কলকাতা:  অবশেষে কলকাতা পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি৷ ভোটের নির্ঘন্ট প্রকাশ করার পরেই সবার আগে প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট৷ ওই দিন রাতেই তালিকা প্রকাশ করে তৃণমূল৷ কিন্ত বিজেপি কবে তালিকা প্রকাশ করবে তা নিয়ে জল্পনা চলছিল৷ তবে সোমবার প্রার্থী তালিকা প্রকাশ হতা পারে বলে ইঙ্গিত মিলেছিল৷ সেই মতোই কলকাতা পুরভোটের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির৷  

আরও পড়ুন- ইন্টারনেট বিভ্রাট! পিছোল SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলার শুনানি

এদিন সাংবাদিক বৈঠকে এসে শমীক ভট্টাচার্য বলেন, ‘‘কলকাতা-হাওড়া সহ সমস্ত পুরসভার ভোট একসঙ্গে করার দাবিতে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম৷ আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে একতরফা ভাবে কলকাতা পুরভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হল এবং কলকাতায় পুরভোট হচ্ছে৷ কোর্টকে সামনে রেখে বিজেপি ভোটের ময়দান ছাড়তে চায়নি৷ আমরা কোর্টেও আছি মাঠেও আছি৷’’ তিনি আরও বলেন, ‘‘কলকাতা পুরসভা ভোটের জন্য তালিকায় ৭৫ শতাংশ প্রার্থীর নাম গত দু’মাস আগেই স্থির করা হয়েছে৷ পুরভোট নিয়ে আইনি জট অব্যাহত রয়েছে৷ তার মধ্যেই আজ কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হল৷’’ 

রাজ্য বিজেপি’র সহ সভাপতি তথা পুরভোটে ইনচার্জ প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতীয় জনতা পার্টির নীচুতলার কার্যকর্তাদের মধ্যে থেকেই পুরভোটে অধিকাংশ প্রার্থী করা হয়েছে৷ প্রাধান্য দেওয়া হয়েছে মহিলাদের৷ ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৪৮ জন তরুণ মুখ৷ মহিলা প্রার্থীর সংখ্যা প্রায় ৫০৷ আছেন পাঁচ জন আইনজীবী, একজন প্রাক্তন কর্নেল, ৩ জন চিকিৎসক এবং ৪ জন শিক্ষক ও অধ্যাপক৷  

প্রসঙ্গত, বিজেপি কবে প্রার্থী তালিকা প্রকাশ করবে, তা নিয়ে জল্পনা চলছিল৷ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কলকাতায় আসার পর প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়৷ সোমবার তা প্রকাশ করা হল৷ প্রার্থী তালিকা প্রকাশে বিলম্ব প্রসঙ্গে সুকান্তর সাফাই, ‘‘আচমকা পুর ভোট ঘোষণা করা হয়েছে৷ আমরা চেয়েছিলাম, গোটা রাজ্যে একসঙ্গে পুর নির্বাচন হোক। কিন্তু শুধুমাত্র কলকাতার জন্য একতরফা নির্বাচন ঘোষণা হয়েছে৷ এর পিছনে শাসকের উদ্দেশ্য স্পষ্ট।’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *