তৃতীয়বার ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদে কবে-কোথায় শপথ নেবেন মোদী? পরিকল্পনা সারা বিজেপির!

নয়াদিল্লি: প্রায় শেষ পর্যায়ে ভোটপর্ব৷ আগামী শনিবার শেষ তথা সপ্তম দফার ভোট৷ ৪ জুন প্রকাশিত হবে ফল৷ বিজেপি নিশ্চিত, এবারের ভোটে ৪০০ আসন পার করবে তাদের…

Exit polls indicate a significant lead for BJP, with a potential sweep of 400 seats, including 30 in West Bengal. election analysis

নয়াদিল্লি: প্রায় শেষ পর্যায়ে ভোটপর্ব৷ আগামী শনিবার শেষ তথা সপ্তম দফার ভোট৷ ৪ জুন প্রকাশিত হবে ফল৷ বিজেপি নিশ্চিত, এবারের ভোটে ৪০০ আসন পার করবে তাদের দল৷ ফের একবার ক্ষমতায় আসবে নরেন্দ্র মোদী সরকার৷ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নমো। সেই ভাবনা থেকেই মোদীর শপথগ্রহণের পুরো পরিকল্পনা করে ফেলেছে গেরুয়া শিবির৷ তেমনটাই সূত্রের খবর। কোথায়, কবে প্রধানমন্ত্রী পদে তিনি শপথ নেবেন, তাও নাকি ঠিক করে ফেলেছে গেরুয়া দল।

২০১৪ এবং ২০১৯ সালে রাষ্ট্রপতি ভবনের সামনের উঠোনেই মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ কিন্তু এবার সেই ভেন্যু বদল হতে চলেছে৷ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত ‘কর্তব্য পথ’-এ খোলা মঞ্চ বাঁধা হবে। সেখানে দাঁড়িয়েই শপথ নেবেন নরেন্দ্র মোদী।সব কিছু ঠিক থাকলে আগামী ৯ জুন শপথগ্রহণ অনুষ্ঠান করার কথা ভাবছে বিজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *