আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজেপি কর্মী, রাজনৈতিক চাপানউতোর

আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার বিজেপি কর্মী, রাজনৈতিক চাপানউতোর

f9ab730eb13fc1cfcaf72c85cfd51583

পটাশপুর: আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা করার অভিযোগে বিজেপির এক সক্রিয় কর্মীকে গ্রেফতারের জেরে ছড়াল রাজনৈতিক উত্তেজনা৷ পুলিশের দাবি, ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে৷ ধৃতের নাম সুবিমল দাস। তার বাড়ি পটাশপুর থানার শুকলালখোলা গ্রামে। গ্রেফতার যুবক এলাকার বিজেপি কর্মী বলে জানা গিয়েছে৷ সুবিমল গ্রেফতার নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করা হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন আইনের পথে চলবে।

আরও পড়ুন- এবার কৃষকদের জন্য বাংলায় বিশেষ ট্রেন

জানা গিয়েছে, শুক্রবার রাতে এলাকায় টহল দিচ্ছিল পুলিশ৷ রাতে বাইকে করে এক যুবককে পটাশপুর থানা এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশ ওই যুবকের পথ আটকায়। যুবকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউণ্ড গুলি উদ্ধার করে পুলিশ৷ পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন, “ঘটনার তদন্তে নেমে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’’

আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রেফতার প্রসঙ্গে রাজনৈতিক চক্রান্তের শিকার বলে দাবি করেছেন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বরা। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, “সমাজ বিরোধীদের ভোটের সময় কাজে লাগিয়েছিল তৃণমূল৷ সেই সমাজ বিরোধীদের গ্রেফতার না করে বেছে বেছে নিরীহ সাধারণ বিজেপি কর্মীদের গ্রেফতার করানো হচ্ছে পুলিশ দিয়ে৷’’ বিজেপির তোলা এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতা মামুদ হোসেন বলেন, “দোষ করলে শাস্তি পেতে হবে। সে যে দলেরই হোক না কেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *