লোকসভার আগেই মোদীর মাস্টারস্ট্রোক! ১৫ বছর পর এনডিএ-তে ফিরছে নবীন পট্টনায়েকের দল

লোকসভার আগেই মোদীর মাস্টারস্ট্রোক! ১৫ বছর পর এনডিএ-তে ফিরছে নবীন পট্টনায়েকের দল

bjd

নয়াদিল্লি: বেজে গিয়েছে লোকসভা ভোটের বাদ্যি৷  একে অপরকে টেক্কা দিতে রণকৌশল তৈরি করতে ব্যস্ত শাসক ও বিরোধী শিবির৷ তবে যত দিন এগোচ্ছে, ততই বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ।

সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে নাকি বিজেপি-র সঙ্গে হাত মেলাতে চলেছে ওড়িশার শাসক দল বিজু জনতা দল (বিজেডি)। জোট নিয়ে আলোচনাও নাকি প্রায় চূড়ান্ত৷ এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার৷ তেমনটা হলে ১৫ বছর পর ফের এনডিএ-তে ফিরবে নবীন পট্টনায়েকের দল৷ 

ওড়িশার জাজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরর সভার পরই জোট নিয়ে বিজেপি ও বিজেডির মধ্যে জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর। ভুবনেশ্বর ও দিল্লিতে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে। এরপরই জল্পনা যে দুই দলের মধ্যে হয়তো জোট নিয়ে আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছে, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =