biometric
কলকাতা: রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক। চলতি শীতের মরশুমে বিয়ে করতে হলে মানতে হবে বেশকিছু নিয়ম। এখন থেকে রেজিস্ট্রির সময় ‘ই-সিগনেচার’ হিসেবে শুধু আঙুলের ছাপ নেওয়া নয়, পাশাপাশি চালু হবে ‘ফেস রেকগনিশন’ বা ‘রেটিনা রেকগনিশন’ পদ্ধতি। আধার তথ্য যাচাই করার পর বায়োমেট্রিকের নিয়ম মানতে হবে। রেজিস্ট্রি বিয়েতে গড়মিল এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রি বিয়ের জন্য আবেদনের করার জন্য হবু দম্পতির যে কোনও একজনের বায়োমেট্রিক প্রয়োজন। বিয়েতে যে তিনজন সাক্ষী থাকবেন তাঁদের বায়োমেট্রিকও নেওয়া হবে।