মমতাকে ছেড়ে অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয়, লোকসভার আগে পাহাড়ে নয়া সমীকরণ

মমতাকে ছেড়ে অধীরের হাত ধরে কংগ্রেসে বিনয়, লোকসভার আগে পাহাড়ে নয়া সমীকরণ

কলকাতা: পাহাড়ে বদলাচ্ছ রাজনীতির সমীকরণ৷ লোকসভা ভোটের আগে কংগ্রেসের হাত ধরলেন বিনয় তামাং৷ ২০২২ সালের ডিসেম্বর মাসে তৃণমূল ছেড়েছিলেন পাহাড়ের এই দাপুটে নেতা৷ এবার কংগ্রেসের পতাকা হাতে রাজনীতির নতুন অধ্যায় শুরু করলেন বিনয়৷ রবিবার কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। 

গতকাল কালিম্পংয়ের টাউন হলে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সংসদ অধীর চৌধুরী। অধীরবাবুর হাত থেকে  কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন বিনয় তামাং। কংগ্রেসের ওই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিল পাহাড়ের আরও এক নেতা হরকা বাহাদুর ছেত্রী৷ 

কংগ্রেসে যোগদানের পর বিনয় জানান, তৃণমূলে থাকার সময় তাঁর হাত-পা বাঁধা ছিল। ঠিক মতো কাজ করতে পারছিলেন না৷ পাহাড়ের মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন। বিনয়ের কথায়, ‘‘পাহাড় থেকে তিন বার বিজেপিকে জিতিয়েছিলাম। বিজেপি কোনও কাজ করেনি। এ বার কংগ্রেসে যোগ দিলাম। আশা করি, কংগ্রেস আমাকে পাহাড়বাসীর জন্য কাজ করার সুযোগ দেবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =