bilkis bano
কলকাতা: ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় বিলকিস বানোর৷ আদালতে মুখ পুড়ল কেন্দ্র ও গুজরাত সরকারের৷ মেয়াদ শেষের আগেই ধর্ষকদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছিল গুজরাত সরকার৷ সেই সিদ্ধান্ত খারিজ করে দিল শীর্ষ আদালত। অর্থাৎ, মুক্তি পাওয়া ১১ জন ধর্ষককেই ফের জেলে ফিরে যেতে হবে৷ সেই সঙ্গে সুপ্রিম কোর্ট সাফ জানায়, মেয়াদ শেষ হওয়ার আগে ধর্ষকদের মুক্তি দেওয়ার আইনি এক্তিয়ার নেই গুজরাট সরকারের৷ ক্ষমতার অপব্যবহার হয়েছে৷ এই মামলার শুনানি চলবে।
২০০২ সালে গোধরা কাণ্ডের সময়ে গুজরাতে অন্ত্বসত্ত্বা মহিলা বিলকিস বানোকে গণধর্ষণ করে তাঁর পরিবারের সদস্যদের খুন করা হয়৷ সেই অভিযোগে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। কিন্তু ২০২২ সালের ১৫ অগাস্ট গুজরাট সরকার ধর্ষকদের মুক্তি দেয়। তাদের কার্যত বীরের সম্মান দিয়ে বরণ করে নেয় বিশ্ব হিন্দু পরিষদ৷ এই ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে৷ একাধিক মামলা হয় গুজরাট সরকারের বিরুদ্ধে। ধর্ষকদের মুক্তি পাওয়ার চার মাসের মধ্যে সুপ্রিম কোর্টে যান বিলকিস। এদিন বড় জয় পেলেন তিনি৷