অনলাইন পঠনপাঠনে মনোযোগী বিকাশ ভবন, রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

অনলাইন পঠনপাঠনে মনোযোগী বিকাশ ভবন, রয়েছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা

কলকাতা: করোনা ভাইরাস সংক্রমণের জেরে স্কুল-কলেজ বন্ধ অনেক দিন। এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেছে প্রায় সব বোর্ড। করোনার ফলে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকতে পারে না পড়াশোনা, বুধবার এই মর্মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি জেলার ডিআইদের (ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর) সঙ্গে আলোচনা করল বিকাশ ভবন।

স্কুলশিক্ষা দফতর কিছুদিন আগেই টেলিফোন ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠদানের পরিকল্পনা নিয়েছিল। এবার জেলাভিত্তিক রিসোর্স পার্সন তৈরি করে তাদের প্রশিক্ষণ শুরু করতে চলেছে শিক্ষা দফতর। বুধবার এ বিষয়ে শিক্ষাসচিব মণীশ জৈন ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে যোগাযোগ করেন সমস্ত জেলার ডিআইদের সঙ্গে। এই কনফারেন্সে রাজ্যের স্কুলশিক্ষা কমিশনার, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের রাজ্য প্রকল্প অধিকর্তা এবং সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদারও যোগ দেন বলে জানা গেছে।

আরও পড়ুন: মাছি তাড়াচ্ছে বইপাড়া, বউনি ছাড়াই ফিরতে হচ্ছে দোকানিদের

দুই দফার এই কনফারেন্সে শিক্ষকদের পাঠদানে সড়গড় করার বিষয়টি আলোচিত হয়েছে। এর পাশাপাশি ঠিক হয়েছে যে, জেলাভিত্তিক রিসোর্স পার্সন তৈরি করে প্রশিক্ষণ শুরু করা হবে। তাঁদের মাধ্যমেই অন্যান্য শিক্ষকরা পাবেন প্রশিক্ষণ। অনলাইনে পড়াবেন শিক্ষকরা। এর জন্য একটি বেসরকারি টেলিকম সংস্থার সঙ্গে চুক্তি করা হয়েছে। আজ, বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমেই জীবন বিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ভূগোল এবং ইতিহাসের রিসোর্স পার্সনদের সঙ্গে বৈঠক করবে বিকাশ ভবন। 

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে একই স্কুল থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়! তিন দৃষ্টিহীন পড়ুয়ার কৃতিত্বে উদ্বেল হলদিয়া

 

এই বিষয়ে যে মডেল তৈরি করা হয়েছে, তা যথাসম্ভব কার্যকর করা গেলে প্রতি মাসে অন্তত ২০,৪০০ শিক্ষকের কাছে পৌঁছনো সম্ভব হবে আশা করছে বিকাশ ভবন। বেশ কয়েকদিন আগে থেকে বিভিন্ন জেলার এআই-দের থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ নম্বর চেয়েছিল ভবন, পরে সেই অনুযায়ী রিসোর্স পার্সনদের তালিকা প্রস্তুত করা হয়। শিক্ষা দফতর থেকে একটি টোল ফ্রি নম্বর দেওয়া হবে যেখানে ফোন করে পড়াশোনা সংক্রান্ত যে কোনও বিষয় সম্পর্কে জানতে পারবে পড়ুয়ারা। সেই ফোনের উত্তর দেবেন প্যানেলভুক্ত শিক্ষকরা। আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা প্যানেল তৈরি করা হচ্ছে। এর সঙ্গে ‘বাংলার শিক্ষা’ পোর্টালে বিষয়ভিত্তিক শিক্ষকদের ফোন নম্বর দেওয়া থাকবে বলে জানিয়েছে দফতর। শুধুমাত্র করোনা পরিস্থিতির জন্যই যে এ ব্যবস্থা নয় বরং এ নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে তা সাফ জানিয়ে দেয় বিকাশ ভবন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + fourteen =