সুযোগ পেলেই বিজেপি বিরোধী জোট ছেড়ে পালাবেন মমতা, তোপ বাম সাংসদ বিকাশরঞ্জনের

সুযোগ পেলেই বিজেপি বিরোধী জোট ছেড়ে পালাবেন মমতা, তোপ বাম সাংসদ বিকাশরঞ্জনের

কলকাতা: লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী মহাজোট গড়তে কোমর বেঁধেছে বিরোধীরা৷ কিন্তু, সেই জোটে তৃণমূলের কোনও গ্রহণযোগ্যতা নেই৷ সব শেষে জোট ছেড়ে পালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পটনায় বিরোধী দলগুলির বৈঠকে একই মঞ্চে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে এমনই ব্যাখ্যা করলেন রাজ্যসভায় সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য।  

বিকাশবাবুর কথায়, ‘বামেরাই প্রকৃত বিজেপি বিরোধী। তারা নীতিগত ও আদর্শগত দিক থেকে বিজেপি’র বিরোধিতা করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও নীতি-আদর্শ নেই। তাঁর নীতি হল লুঠপাট করে যে কোনও উপায়ে ক্ষমতায় টিকে থাকা।’’ তিনি আরও বলেন, ‘‘ক্ষমতায় না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মেয়াদ এক বেলাও না। আর তাই ক্ষমতা ধরে রাখতে তিনি বিরোধী জোটের বৈঠকে হাজির উপস্থিত হয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এই জোটে থাকবেন না। সময় হলেই পালিয়ে যাবেন৷ ইতিহাস তার সাক্ষী আছে।’

কিন্তু, মমতা ও ইয়েচুরির এক মঞ্চে উপস্থিতি কি সিপিএমের কর্মীদের ওপর প্রভাব ফেলবে না? জবাবে বিকাশবাবু বলেন, ‘‘সিপিএম কর্মীরা ভালোমতোই জানেন বিজেপির বিরুদ্ধে লড়াইটা তাদেরই লড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ বুঝে ডিগবাজি খাবেন। এব্যাপারে তাদের মনে কোনও বিভ্রান্তি নেই।’


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 9 =