মুম্বই: সুশান্তের মৃত্যু তদন্ত ঠিকভাবে না হওয়ার অভিযোগ উঠছে বারবার। কিছুদিন আগে বিহার পুলিশকেও সহায়তা না করার অভিযোগ উঠেছিল মুম্বই পুলিশের বিরুদ্ধে। এবার তো বিহারের পুলিশ আধিকারিকদের জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বিহার পুলিশের তদন্তকারী আইপিএস অফিসার বিনয় তিওয়ারিকে নাকি মহারাষ্ট্র সরকারের তরফে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানোর হয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বৃহন্মুম্বই পুরসভার এক আধিকারিকের দিকে।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ছেড়ের গাড়িতে খোস মেজাজে রিয়া! ছবি ভাইরাল, কটাক্ষের বন্যা
রবিবার টুইট করে এই খবর জানান বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। তিনি লেখেন, সুশান্তে বিরুদ্ধে বিহারে যে এফআইআর দায়ে হয়েছে তার তদন্ত করতে মুম্বই রওনা দেয় পুলিশের একটি টিম। সেই দলেরই সদস্য আইপিএস অফিসার বিনয় তিওয়ারি। রবিবার পাটনা থেকে মুম্বই পৌঁছন তিনি। যে দলটি মুম্বইয়ে তদন্ত করছে তারই নেতৃত্ব দেওয়ার জন্য পাঠানো হয় তাঁকে। কিন্তু মুম্বই পৌঁছনোর পর রাত ১১টা নাগাদ তাঁকে জোর করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বৃহন্মুম্বই পুরসভার আধিকারিকরা এমন ঘটনা ঘটান বলে অভিযোগ গুপ্তেশ্বর পাণ্ডের। তিনি এও জানান, অনেক বার বলা সত্ত্বেও তাঁকে আইপিএস মেসে থাকার অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে কার্যত বাধ্য হয়েই গোরেগাঁওয়ের একটি গেস্ট হাউসে থাকতে হয় তাঁকে।
আরও পড়ুন- ঐশ্বর্য-আরাধ্যার পর করোনা-জয়ী অমিতাভ, হাসপাতাল থেকে ফিরলেন বাড়ি
রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে পাটনার রাজীবনগর থানায় ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করেন সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং। রিয়ার বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন তিনি। রিয়া চক্রবর্তী ও আরও ৫ জনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। রিয়া সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া, চুরি, বিশ্বাসভঙ্গ, বেআইনিভাবে সম্পত্তি লিখিয়ে নেওয়া সহ বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন- করোনা মুক্ত গোটা মল্লিক পরিবার, টুইট করে জানালেন কোয়েল
মামলাটি নথিভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাটনা পুলিশের একটি চার সদস্যের দল মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দলে দু'জন পরিদর্শক এবং দু'জন উপ-পরিদর্শক রয়েছেন। পাটনার (মধ্য অঞ্চল) আইজি সঞ্জয় সিংহ বলেন, “সুশান্ত সিং রাজপুতের বাবার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।” সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট প্রমাণ করে দিয়েছে আত্মহত্যাই করেছেন অভিনেতা। কিন্তু তাঁর মৃত্যুর দেড় মাস পরেও তিনি কেন আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।